আমি এখন ‘শুভ্রা’ হয়ে গেছি : পরী মণি
চাঁদপুরে চলছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর শুটিং। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়িকা পরী মণি ও নবাগত নায়ক ইয়াশ রোহান।
এই ছবির শুটিং করতে গিয়ে নায়িকা পরী নিজের নামই ভুলে গেছেন! কারন শুটিং ইউনিটের সবাই তাকে ‘শুভ্রা’ বলেই ডাকে। ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করছেন পরী মণি।
নতুন এই নাম ও ছবির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে এনটিভি অনলাইনকে পরী মণি বলেন, ‘আমি এখন শুভ্রা হয়ে গেছি, শুভ্রা হয়েই খাই, শুভ্রা হয়েই ঘুমাই। ইউনিটের সবাই আমাকে শুভ্রা নামেই ডাকে। যখন কারো ফোন আসে আর আমাকে পরী নামে ডাকে তখন মনে হয়, আমার নামতো আসলে পরী। কিছুক্ষণ পর আবারও ভুলে যাই। আমি এখন শুভ্রা চরিত্রটার ভিতরেই ঢুকে আছি। এই বিষয়টা দারুণভাবে উপভোগ করছি।’
নায়িকা পরীমনি এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘প্রথম দিন শুটিং করতে এসে অনেক ভয় পেয়েছিলাম। কারণ এত বড় পরিচালক তিনি আবার আমার অভিনয়ের ওপর ভরসা রাখছেন। কিন্তু আমি কতটুকু দিতে পারব সেটা নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রথম দিন শুটিং করার পর থেকেই সবার সাথে এত দারুণভাবে মিশে গেছি যে, এখন আর কোনো কিছুতে চাপ মনে হচ্ছে না। পরিচালক সেলিম ভাই যে শট চান সেটা অনেক সুন্দর করে বুঝিয়ে দেন, একবার না হলে একাধিক বার শট নিচ্ছেন। যদিও আমার বেলায় এটা খুবই কম হয়েছে। এখানে নিজেকে নায়িকা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি একজন অভিনয় শিল্পী।’
নবাগত নায়ক ইয়াশ রোহানের সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে পরী বলেন, ‘ওনাকে আমার কাছে অভিনেতা বা নায়ক মনে হয় না। ক্যামেরার সামনে তিনি যা করেন সেটাই অভিনয়। এত সাবলীল শিল্পী আমার জীবনে এই প্রথম দেখা। অনেক ভালো কাজ করছেন, তাঁর সাথে কাজ করে অনেক ভালো লাগছে।’
‘স্বপ্নজাল’ কোন ঘরানার ছবি? জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটা পুরোপুরি বাণিজ্যিক একটি ছবি। অন্য যেকোনো বাণিজ্যিক ছবিতে যা আছে তার সবই আছে এই ছবিতে। এটা দেখে নাটক বা টেলিফিল্ম মনে হবে না কারো। বরং একটা জিনিস বেশি আছে। এই ছবি পরিচালনার জন্য গিয়াসউদ্দিন সেলিম আছেন। এটাই এই ছবির বাড়তি পাওয়া। অনেক সুন্দর একটা গল্প যা দেখে আমাদের নিজেদের জীবনের অংশ মনে হবে।’
‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া ইসলাম, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দেবেন অর্ণব, জয়িতা, সানি, অর্ক সুমন, লাইসা আহমেদ লিসা আর কৃষ্ণকলি। ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম।