লন্ডন এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হায়দার’
১৭তম লন্ডন এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ভারতীয় নির্মাতা ভিশাল ভারদ্বাজের ছবি ‘হায়দার’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘হেমলেট’ অবলম্বনে নির্মিত ‘হায়দার’ ছবির পটভূমি কাশ্মীরের যুদ্ধ আক্রান্ত জনপদ এবং সেখানকার রাজনীতি।
১৯৯৫ সালে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাধারণ নাগরিকদের নির্বিচারে ধরে নিয়ে গিয়েছিল সেনাবাহিনী। এদের অনেকেরই আর কোনো হদিস পাওয়া যায়নি। সেই পরিবারগুলোর দুঃসহ যন্ত্রণা নিয়ে নির্মাণ করা হয় ‘হায়দার’। এর আগে ১৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি।
১৯ মার্চ থেকে শুরু হচ্ছে লন্ডন এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ‘হায়দার’ ছাড়াও এতে প্রদর্শিত হবে কেতান মেহতার ‘রং রসিয়া’, রবি কুমারের ‘ভোপাল : এ প্রেয়ার ফর রেইন’, পাকিস্তানি ছবি ‘জিন্দা ভাগ’ এবং ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নির্মাতা নিশা পাহুজার ডকুমেন্টারি ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’।
১০ দিনব্যাপী এ উৎসবে ভারতীয় অভিনেতা রাজেশ খান্নার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ ছাড়া কোরিওগ্রাফি বিষয়ে একটি কর্মশালা করাবেন ভারতীয় নির্মাতা এবং কোরিওগ্রাফার ফারাহ খান।