ওজন বাড়াচ্ছেন টম ক্রুজ
অভিনেতারা সাধারণত ‘চরিত্রের প্রয়োজনে’ সিক্স প্যাক, এইট প্যাক নিয়ে কসরত করে থাকেন। তবে উল্টো ঘটনাও ঘটে। যেমন নিজের পরবর্তী ছবির জন্য ওজন বাড়াতে হচ্ছে টম ক্রুজকে।
৫২ বছর বয়সী টম এখন ‘মেনা’ ছবির জন্য ওজন বাড়াতে ব্যস্ত। এ ছবিতে তাঁকে দেখা যাবে দুর্ধর্ষ এজেন্ট বেরি সিলের ভূমিকায়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এই এজেন্ট মাদক পাচারকারী কলম্বিয়ান গ্যাংস্টারদের বিরুদ্ধে দুঃসাহসিক কিছু অভিযান চালিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁর মৃত্যুও হয়েছিল মেডেলিন কার্টেলদের ধাওয়া করতে গিয়ে।
সিলের ওজন ছিল টম ক্রুজের প্রায় দ্বিগুণ। এর আগে ২০০৮ আসলে ‘ট্রপিক থান্ডার’ ছবিতে ভারী মানুষের চরিত্রে অভিনয় করতে হয়েছিল টমকে। তখন ওজন না বাড়িয়ে ‘ফ্যাট স্যুট’ পরেছিলেন। তবে ‘মেনা’ ছবির জন্য তা করবেন না তিনি। তাঁর কথায়, ‘ব্যাপারটা বাস্তবের মতো হবে না।’
ব্যক্তিগত জীবনে সিআইএর এজেন্ট সিল তাঁর সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন ‘ফ্যাটম্যান’ নামে। ১৯৯১ সালে তাঁর জীবনী নিয়ে ‘ডাবল ক্রসড’ নামের একটি সিরিয়াল করেছিল এইচবিও টিভি। সেখানে তাঁর চরিত্রটি করেছিলেন ডেনিস হপার।
‘মেনা’ ছবিটি প্রযোজনা করছে ইউনিভার্সেল পিকচার্স। আর ছবিটি পরিচালনা করছেন ডোগ লিম্যান। হঠাৎ ওজন বাড়াতে গেলে স্বাস্থ্যঝুঁকির কিছু ব্যাপার থাকে। সেগুলো নিয়ে নাকি মাথা ঘামাচ্ছেন না টম ক্রুজ। তাঁর বন্ধুরা জানিয়েছেন, ছবিটার স্ক্রিপ্ট খুব মনে ধরেছে টমের। সেটার প্রতি সুবিচার করতে কোনো কার্পণ্য করবেন না তিনি। তাঁর বিশ্বাস, এই চরিত্রটিই তাঁকে অস্কার এনে দিতে পারবে।