বর্ষার ‘খড়কুটা’
বড় বোন জোছনার পিছনে সারাক্ষণ লেগে থাকার অভ্যাস ছোট বোন হাসনার।
হাসনা জোছনার সঙ্গে ঝগড়া তো করেই আবার দুজনের মধ্যে মিষ্টি এক ধরনের সম্পর্কও রয়েছে। এমন এক সম্পর্কের গল্প নিয়েই তৈরি হচ্ছে সালাউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক ‘খড়কুটা’। ঢাকার বাইরে পুবাইলে চলছে ‘খড়কুটা’ নাটকের শুটিং। নাটকে জোছনা চরিত্রে অভিনয় করছেন নাদিয়া এবং হাসনা চরিত্রে অভিনয় করছেন এ প্রজন্মের অভিনেত্রী বর্ষা।
নাটকটি সম্পর্কে বর্ষা বলেন, “‘খড়কুটা’ নাটকে আমি ছোট বোনের চরিত্রে অভিনয় করছি। নাদিয়া আপু আমার বড় বোন। গত এক বছরে ১৫টির মতো নাটকে আমি অভিনয় করেছি। কিন্তু এ ধরনের চরিত্রে প্রথম কাজ করলাম। নাদিয়া আপু অনেক সাহায্য করছেন। লাভলু ভাইয়া প্রতিটি দৃশ্য ধরে ধরে শট ওকে করেন। আমার ক্যারিয়ারে এই নাটক আমার জন্য টার্নিং পয়েন্ট হবে বলে আমি মনে করি।”
‘খড়কুটা’ ধারাবাহিক নাটকটি বাংলাভিশনের জন্য নির্মিত হচ্ছে বলে জানান অভিনেত্রী
বর্ষা।