আসছে ‘ফিফটি শেডস অব গ্রে’র সিক্যুয়াল
বিতর্কিত ছবি মানেই ব্যবসা! ‘ফিফটি শেডস অব গ্রে’ এখনকার তেমনই এক আলোচিত ছবি। ভারতে এর প্রদর্শন নিষিদ্ধ। ছবির অভিনেতা জেমি ডোরনান জানিয়েছেন, শুধু সিক্যুয়াল নয়, ট্রিলোজি অর্থাৎ তিনটি ছবি হবে এই সিরিজের।
গুজব ছড়িয়েছিল, ‘ফিফটি শেডস অব গ্রে’-এর সিক্যুয়ালে নাকি বাদ পড়ছেন ডোরনান। এই খবর শুনে আসল কথা ফাঁস করে দিলেন এই অভিনেতা। বলেছেন, তিনি এবং তাঁর সহঅভিনেত্রী ডাকোটা জনসনের সাথে ট্রিলোজির চুক্তি রয়েছে প্রযোজকদের।
ই.এল জেমসের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এই ট্রিলোজি। ডোরনান আরো জানিয়েছেন, “আগামী বসন্তেই শুরু হবে ‘ফিফটি শেডস অব ডার্কার’ এর শুটিং। এটা হবে সিরিজের দ্বিতীয় ছবি এবং ‘ফিফটি শেডস অব গ্রে’ এর সিক্যুয়াল।”
তবে প্রথম কিস্তির পরিচালক স্যাম টেইলর জনসন বহাল থাকছেন না কি অন্য কেউ পরিচালনার কাজটি করবেন তা এখনো জানা যায়নি।
বাজারে আরো গুজব রয়েছে ডোরনানের স্ত্রী নাকি চান না বাকি দুটি ছবিতে ডোরনান আর অভিনয় করুক। মাত্রাতিরিক্ত যৌনতার প্রদর্শন থাকায় এই আপত্তি মিসেস ডোরনানের।
অবশ্য এ কথাও উড়িয়ে দিলেন ডোরনান, “আমার স্ত্রী সব ছবির স্ক্রিপ্টই আগে পড়ে দেখেছে। ‘ফিফটি শেডস অব গ্রে’ করার সময় কোনো আপত্তি করেনি সে। কারণ গল্পটা ওর জানা।”