গোলমাল নাটকে শহিদ-প্রসূন
গ্রাম থেকে লঞ্চ যোগে বাবলি ঢাকায় আসছে। এমন সময় তার মোবাইল ফোনসেট হারিয়ে যায়। কী করবে ভেবে পায় না সে। ঢাকায় আপন কেউ নেই বাবলির। ফোন হারিয়ে যাওয়ায় গ্রামেও যোগাযোগ করতে পারছে না বাবলি।
বলা হচ্ছিল ‘গোলমাল’ ধারাবাহিক নাটকের এক চরিত্রের কথা। নাটকটি পরিচালনা ও রচনা করেছেন নজরুল কোরাইশি। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘গোলমাল নাটকটি আমি বিটিভির জন্য নির্মাণ করেছি। এখন পর্যন্ত কয়েকটি পর্বের শুটিং হয়েছে। আশা করছি কাজটি ভালো হবে।’
গোলমাল নাটকটির প্রধান চরিত্রের নাম বাবলি। বাবলি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রসূন আজাদ।
অভিনেত্রী প্রসূন বলেন, ‘এর আগেও বিটিভিতে আমার নাটক প্রচারিত হয়েছে। এই নাটকে কাজ করে ভালোই লাগছে। এখানে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। গ্রামের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তোলাটা একটু চ্যালেঞ্জিং। আমার এমন চরিত্রে কাজ করতেই বেশি ভালো লাগে।’
প্রসূন আজাদের সঙ্গে নাটকটিতে কাজ করছেন অভিনেতা ও প্রযোজক শহিদ আলমগীর। তিনি বলেন, ‘আমি সব সময় ভিন্নরকম চরিত্রে কাজ করতে আগ্রহী।আমার প্রচারিত সব নাটকে দর্শক আমাকে ভিন্ন রূপে দেখেছে। এই নাটকটিতে আমার অভিনয় তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’