এপ্রিলে শেষ হচ্ছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’
আগামী মাসের ২ তারিখে শুরু হচ্ছে রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির গানের শুটিং। ঢাকা ও এর আশপাশের এলাকায় এই শুটিং হবে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ম্যাডাম ফুলিখ্যাত শিমলা ও ঘেটুপুত্র কমলাখ্যাত মামুন। গত বছরের আগস্ট মাস থেকে ঢাকার বিভিন্ন স্থান ও মানিকগঞ্জে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটির শুটিং হয়েছে।
পরিচালক আনুশ জানান, ‘ছবির শুটিং আমরা প্রায় শেষ করে ফেলেছি, আউটডোরের শেষ পর্যায়ের শুটিং বাকি। গত রোববার ৮ ফেব্রুয়ারি ঢাকার কিছু লোকেশনে শুটিং করার কথা থাকলেও কাজটি করতে পারিনি। দেশের এই অবস্থায় কেউ শুটিং করতে সাহস পাচ্ছেন না। এ কারণে আমরা এমন কিছু লোকেশনে কাজ করব যেন হরতাল অবরোধে আমাদের কাজের সমস্যা না হয়।’
পরিচালক আরো জানান, “টানা ১২ দিন শুটিং করতে পারলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। গান আর কিছু সিক্যুয়েন্স বাকি আছে। ডাবিং ও এডিটিং প্রায় শেষ, গানের শুটিং করতে পারলে আমাদের বাকি কাজও শেষ হয়ে যাবে। আশা করছি এপ্রিল মাসের মধ্যে আমরা সব কাজ শেষ করতে পারব। তবে দেশের বর্তমান অবস্থায় নতুন কেউ কাজে নামতে সাহস করবে না। আমরা এ কাজ আরো ছয় মাস আগে শেষ করতে পারতাম।’
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রে দেখা যাবে, ৩০ বছর বয়সের শিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী লিখেছেন আনুশ। আশা তিশা প্রযোজিত এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।