নতুন ধারাবাহিক ‘রাইফেল মফিজ’
মফিজ পেশায় দারোয়ান। মফিজের বাবা ও দাদাও দারোয়ান ছিল। মফিজের পূর্বপুরুষরা লাঠি নিয়ে ডিউটি করত। মফিজের সারা জীবনের স্বপ্ন সে রাইফেল নিয়ে ডিউটি করবে। এর পেছনে একটাই কারণ মফিজ লালিকে বিয়ে করতে চায়। আর লালির পরিবারের একটাই দাবি মফিজ যদি রাইফেল নিয়ে কখনো ডিউটি করে তাহলেই মফিজের সঙ্গে লালির বিয়ে দিবে। মফিজ একদিন সত্যিই রাইফেল নিয়ে ডিউটি করে। লালির সঙ্গে বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের আসরে সবাই জানতে পারে মফিজের রাইফেলের গুলি নকল। আর তখনই ভেঙে যায় তাদের বিয়ে। এভাইবেই এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘রাইফেল মফিজ’-এর গল্প।
রাইফেল মফিজ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদা সাজ্জাদ। মফিজ চরিত্রে অভিনয় করেছেন আলমগীর এবং লালির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ইশানা।
‘রাইফেল মফিজ’ ধারাবাহিক নাটকটি খুব শিগগির বিটিভিতি প্রচারিত হবে বলে জানান অভিনেতা আলমগীর। তিনি বলেন, ‘আমি নাটকটিতে নাম ভূমিকায় কাজ করেছি। নাটকটি দেখে দর্শক অনেক মজা পাবে। ইশানার অভিনয়ও অনেক ভালো হয়েছে। মিরপুর, উত্তরা ও পুবাইলের মনোরম লোকেশনে ‘রাইফেল মফিজ’ নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে।’
আলমগীর ও ইশানা ছাড়া ‘রাইফেল মফিজ’ ধারাবাহিক নাটকটিতে আরো অভিনয় করেছেন লিটু আনাম, হুমায়রা হিমু, আরমান পারভেজ, সমু চৌধুরী, কল্যাণ কোরাইশিসহ আরো অনেকে।