টেলিভিশন নির্মাতাদের এক হাত নিলেন কাজী মারুফ
আগামীকাল ৪ মার্চ বাংলাদেশের ৫৫টি হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ছিন্নমূল’। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র। ছবিতে অভিনয় করছেন কাজী মারুফ। তাঁর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা অরিন। নিজের নতুন ছবি মুক্তির আগেই ক্ষোভ ঝাড়লেন নায়ক মারুফ, জানালেন অভিনয় থেকে সরে দাঁড়াবেন তিনি। কারণ টেলিভিশনের নির্মাতারা নাকি চলচ্চিত্রকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, তার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন মারুফ।
পরিচালক কাজী হায়াতের ছেলে নায়ক মারুফ বলেন, ‘আমি সব সময় বাংলাদেশের গল্পের ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছি। এরই মধ্যে ৩০টার মতো ছবিতে কাজ করেছি। কিন্তু এখন অনেকের কাজ দেখে আর কোনো চলচ্চিত্রে কাজ করতে ইচ্ছে করে না।’ টেলিভিশনের নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ দেখে ক্ষুব্ধ মারুফ বলেন, ‘আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আর কোনো ছবিতে অভিনয় করব না।’
টিভি নির্মাতারা হঠাৎ এমন কী করলেন যাতে অভিনয় থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন প্রতিবাদ করতে হলো? এমন প্রশ্নের জবাবে মারুফ বলেন, ‘একটা টিভি অনুষ্ঠানে আমাকে এক দর্শক ফোন করে বলেন, তিনি এর আগে বেশ কয়েকবার হলে গেছেন ছবি দেখার জন্য, কিন্তু একটি বড় নাটক দেখে নিরাশ হয়ে ফিরে এসেছেন।’ টিভি নির্মাতাদের যাঁরা চলচ্চিত্র নির্মাণ করছেন তাঁদের ছবি একটি বড় নাটক হচ্ছে, এমন অভিযোগই করলেন মারুফ। নিজের মুক্তি পেতে যাওয়া ছবিটি কি চলচ্চিত্র হবে পুরোপুরি? জবাবে মারুফ বলেন, ‘আমার এই ছবি পুরোপুরি ছবি মনে হবে। কারণ আমার বাবার এটা ৫০ নম্বর ছবি, তিনি কোনোদিন কোনো নাটক বানাননি। আমি ৩০টি ছবিতে অভিনয় করেছি। সেখানেও কোনো নাটক করিনি। আমরা চলচ্চিত্রের মানুষ, চাইলেও নাটক বানাতে পারব না। নাটক বানালে সেটাও সিনেমা হয়ে যাবে। আর যাঁরা নাটক বানাচ্ছেন, তাঁরা সিনেমা বানালেও সেটা নাটক হয়ে যাচ্ছে। তাঁদের ছবি দেখে দর্শক হল বিমুখ হয়ে পড়ছে। এখন আমাদের ছবিও বিশ্বাস হারিয়ে ফেলছে। তাঁদের বলব, প্লিজ আপনারা চলচ্চিত্র নির্মাণ বন্ধ করুন। আমি এই কারণেই চলচ্চিত্রে অভিনয় থেকে সরে দাঁড়াব। এটা আমার প্রতিবাদ।’
চলচ্চিত্র দেখে একজন মানুষের জীবন পাল্টে যেতে পারে, এমন দাবি করে মারুফ বলেন, “একজন দর্শক আমাকে ফোন করে বলেন তিনি ইয়াবা সেবন করতেন, আমার ‘সর্বনাশা ইয়াবা’ ছবিটা দেখে তিনি নেশা করা বন্ধ করে দিয়েছেন। আসলে ছবি থেকে একজন দর্শক অনেক কিছুই গ্রহণ করে, কারণ ছবিতে কোনো গল্প বলতে গেলে সেখানে কিছু ম্যাসেজ থাকে।’
‘ছিন্নমূল’ ছবির বিষয়ে জানতে চাইলে মারুফ বলেন, ‘আমার বাবার করা ৪৯টা ছবির মতোই এটাও বাংলাদেশের মানুষের জীবনের সমস্য নিয়ে তৈরি করা হয়েছে। যেখান থেকে আমরা সাধারণ মানুষের অনেক প্রশ্নোত্তর পাব। সমাজের অনেক ঘটনার কারণও উঠে আসবে এই ছবির গল্পে। যারা হলে গিয়ে এক সময় ছবি দেখেছেন কিন্তু এখন দেখছেন না, তাঁদের বলব- আপনারা যে কারণে হলে গিয়ে ছবি দেখেন না, বা ছবিতে যা পান না, এই ছবিতে আপনারা তা পাবেন। দর্শক হলে এলে আরো নতুন ছবি হবে, অন্যথায় এই শিল্প বন্ধ হয়ে যাবে।” নিজের ছবি নিয়ে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন মারুফ।