ফিরছে গাব্বার সিং
শোলে ছবির আইকনিক ভিলেন গাব্বার সিং। চিত্তাকর্ষক সব সংলাপ বলে, চারপাশ কাঁপানো হাসির মাধ্যমে সবাইকে একই সাথে বিনোদন এবং ভয় পাইয়ে দেওয়া গাব্বার আবারও পর্দায় আসছে। নতুনভাবে গাব্বারকে পর্দায় আনছেন অক্ষয় কুমার। আর শোলে ছবিতে গাব্বারের ভূমিকায় অভিনয় করেছিলেন আমজাদ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর থেকে জানা গেল ‘গাব্বার ইজ ব্যাক’ নামের ছবিটি মুক্তি পাবে আগামী পয়লা মে। এরই মধ্যে ছবিটির ছোটখাট একটা গ্রাফিক্যাল ট্রেইলার সম্প্রতি ইউটিউবে ছাড়া হয়েছে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বানসালি, সাবিনা খান ও ভায়াকম এইট্টিন। ছবিটি পরিচালনা করেছেন ক্রিশ। এর মাধ্যমে বলিউড ডেব্যু হচ্ছে তাঁর।
ছবি মুক্তির আগে বড় ধরনের প্রচারণা চালাবেন প্রযোজকরা। আর তাই মুক্তির দেড় মাস আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে।