বন্ড, জেমস বন্ড, আসছে নভেম্বরে
আগামী ৬ নভেম্বর মুক্তি পাবে জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্পেক্ত’, বাংলায় এর একটি অর্থ হয় ‘ভূত’। বন্ড সিরিজের ২৪তম এই ছবিতে বন্ডের ভূমিকায় থাকছেন ডেনিয়েল ক্রেইগ।
জেমস বন্ড সিরিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ছবির প্রথম পোস্টারটি প্রকাশ করা হয়েছে। যেখানে কালো রংয়ের টারটেলনেক টিশার্ট এবং ট্রাউজার পরিহিত বন্ডের ডান হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র ওয়ালথার পিপিকে এবং বাম হাতে রয়েছে একটি ঘড়ি। ধারণা করা হচ্ছে অত্যাধুনিক কিছু প্রযুক্তির ভেলকি থাকবে এই ঘড়িতে যেটা চলচ্চিত্রে দেখা যাবে।
বন্ডের নতুন এই ইন্সটলমেন্টে দেখা যাবে এক অজানা জায়গা থেকে একটি গোপন বার্তা পান জেমস বন্ড। সেই বার্তার ওপর ভিত্তি করে স্পেক্ত নামের এক ভয়ঙ্কর সংস্থার বিপক্ষে অভিযান শুরু করেন ব্রিটিশ এই গোয়েন্দা। ওদিকে রাজনৈতিক চাপ সামলাতে থাকেন এম। এ সময় বন্ড এমন এক সত্যের মুখোমুখি হয় যেখানে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তার পেশাদারী জীবনের পুরো মূল্যবোধ। এমনি এক কাহিনী নিয়ে সাজানো হয়েছে এবারকার বন্ড মুভি।
বন্ড সিরিজের নতুন ছবিতে আরও অভিনয় করেছেন ক্রিস্তোফ ওয়াল্টজ, লিয়া সেদ্যু, মনিকা বেল্লুচি এবং রালফ ফিয়েন্স।
ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ডকে নিয়ে নির্মিত নতুন এই সিক্যুয়ালের পরিচালক ছিলেন স্যাম মেন্ডেস। আর ছবিটি প্রযোজনা করেছে সনি পিকচার্স।