জেনিফারের বাড়িতে মাতাল ড্রাইভারের কাণ্ড!
মদ খেয়ে উল্টোপাল্টা কাণ্ড করে পত্রিকার খবর হওয়াটা নতুন নয় হলিউড তারকাদের জন্য। কিন্তু ব্যাপারটা যদি উল্টো হয়? তাদের সাথেই যদি মদ খেয়ে বেসামাল আচরণ করে বসেন সাধারণ কেউ? তেমনটাই ঘটেছে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সাথে। তবে সৌভাগ্যক্রমে জেনিফার নিজে মুখোমুখি হননি কোনো বিব্রতকর পরিস্থিতির। মাতাল এক চালক বেপরোয়া গাড়ি চালিয়ে বেড়া ভেঙে ঢুকে যায় ‘ফ্রেন্ডস’ খ্যাত এই তারকার বসতবাড়ির আঙিনায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে এনডিটিভির খবরে।
ঘটনা ঘটেছে রবিবার রাতে। জেনিফার অ্যানিস্টন থাকেন ক্যালিফোর্নিয়ার বেল এয়ারে। হঠাৎ করেই তাঁর বাড়ি থেকে একটি ৯১১ টেলিফোন কল যায় স্থানীয় পুলিশের কাছে, এই কল জরুরি কোনো পরিস্থিতিতে করা হয়ে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে পুরো ঘটনা। এক মাতাল ড্রাইভার বেসামাল গাড়ি চালিয়ে জেনিফারের বাড়ির সামনে আঙিনায় ঢুকে পড়ে। এ ঘটনায় জেনিফারের বাড়ির আঙিনার কিছু গাছগাছালি ক্ষতিগ্রস্ত হয়। তবে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি মাতাল ড্রাইভারটিও আহত হননি।
পুলিশ আসার পর প্রথমে দুর্ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন সেই ড্রাইভার। তিনি জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ড্রাইভিং সিটেই ছিলেন না! তার কথা হয়তো বিশ্বাসই করে বসত পুলিশ, কিন্তু জেনিফার অ্যানিস্টনের বাড়ির সামনে বসানো সিকিউরিটি ক্যামেরার ফুটেজে ধরা খেয়ে যান তিনি। এরপর পরীক্ষায় পুলিশ ড্রাইভারটিকে মাতাল হিসেবে চিহ্নিত করে এবং সাথে সাথেই গ্রেপ্তার করে।
জেনিফার অবশ্য তখন বাড়িতে ছিলেন কি না, তা জানা যায়নি। পুলিশকে খবর জানিয়েছিল তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীরা।