শাকিবের নতুন নায়িকা জানভী
বর্তমান সময়ে ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান। শাকিবের ছবি মানেই দর্শক প্রিয়তার শীর্ষে, নতুন নায়িকারা তাঁর সঙ্গে অভিনয় করতে পারাটা অনেকটা স্বপ্ন পূরণের মতো মনে করে। গতকাল একটি ছবির মহরতের মাধ্যমে তেমনই এক স্বপ্ন পূরণ হলো নবাগত নায়িকা জানভীর।
এম এ রহিম পরিচালিত ‘রানা দ্য ফাইটার’ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন এই নবাগত নায়িকা। গাজীপুরের ভবানিপুরে গানের শুটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করল এই ছবি। গানের শিরোনাম ‘মন ভরে স্বপ্নের ছবি আঁকি।’
তৌসিফ ও খেয়ার গাওয়া এই গানের দৃশ্য ধারণের মাধ্যমেই শুরু হয় ছবির কাজ। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। এটিসহ ছবিতে মোট পাঁচটি গান থাকবে।
ছবির প্রযোজক তৌহিদ হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল বুধবার, ১৮মার্চ, রাজেন্দ্রপুরের ভবানিপুরে মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু করেছি। এটি অ্যাকশন ধাঁচের একটি ছবি। শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো জানভী অভিনয় করছেন। আগামী মে মাসে টানা শুটিং করে আমরা ছবিটি শেষ করতে পারব। ব্যতিক্রমধর্মী এই ছবি দর্শকদের ভালো লাগবে।’
ছবিটি সম্পর্কে পরিচালক এন এ রহিম বলেন, ‘শাকিব খানকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হচ্ছে । অ্যাকশন হিরো বলেন আর লাভার বয় বলেন , বাংলাদেশে শাকিবই একমাত্র। তাই এই ছবিতে শাকিব খানকে নেওয়া হয়েছে। এ ছবিতে অভিনয় করছেন আলী রাজ, অমিত হাসানসহ আরো অনেকে।’
এই ছবির আগে ইমনের বিপরীতে ‘জানে না এ মন’ ছবিতেও কাজ করেছেন নায়িকা জানভী।