আমি ছিলাম অবাঞ্ছিত কন্যা সন্তান : কঙ্গনা রানাউত
‘আমি ছিলাম মা-বাবার অবাঞ্ছিত কন্যা সন্তান। আর এজন্য আমাকে উঠতে বসতে হয়রানির শিকার হতে হয়েছিল। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এমন কথাই বললেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত।
বলিউডের কুইন হিসেবে পরিচিত কঙ্গনা জানিয়েছেন, ‘আমার মা-বাবার প্রথম সন্তান ছিল পুত্র। পুত্র সন্তান জন্মানোয় সে বংশ রক্ষা করবে বলে উচ্ছসিত হয়ে পড়েন আমার মা-বাবা। ওই পুত্র সন্তানটির নাম রাখা হয় হিরো। কিন্তু সেই পুত্র সন্তান জন্মানোর মাত্র ১০ দিনের মাথায় মারা যায়। তারপর শোকে বিহ্বল হয়ে পড়েন আমার মা-বাবা। এরপর জন্ম নেয় আমার দিদি রঙ্গোলি। রঙ্গোলি জন্মানোয় আমার মা-বাবা সেইভাবে উচ্ছসিত না হলেও খুশি হয়েছিলেন। এরপর আমার জন্ম হয়। কিন্তু আমার বেলায় আমার মা-বাবা আশা করেছিলেন পুত্র সন্তান জন্ম নেবে। কিন্তু দ্বিতীবার কন্যা সন্তান হিসেবে আমার জন্ম হওয়ায় আমার মা-বাবা মোটেও খুশি হতে পারেননি। এই কথা আমি বড় হওয়ার পরও আমার মা-বাবা বারবার আমাকে স্মরণ করিয়ে দিতেন। এমনকি বাড়িতে কোনো অতিথি এলেও আমাকে আনওয়ান্টেড চাইল্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো।’
আজো নিজের হৃদয়ে চেপে রাখা সেই দুঃখের স্মৃতি মনে রেখেছেন কঙ্গনা। ২৮ বছরে পা রাখা কঙ্গনা বলেন, ‘ছোট থেকে মা-বাবার কাছে আনওয়ান্টেড গার্ল চাইল্ডের পরিচয় পেয়ে মনে মনে তীব্র জেদ বাসা বেঁধে নিয়েছিল।’ নারী দিবস উপলক্ষে নিজের শৈশবের সেই সব দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন, ‘এ কারণে আমি ছোট থেকেই নিজেকে পুরুষের থেকে কোনো অংশে কম বলে মনে করতাম না।’ আজো কঙ্গনা মনে করেন, ‘সমাজে এখনো নারীরা নিজেদের খুশির কথা ভুলে গিয়ে পুরুষদের সুখের কথা ভেবে আত্মত্যাগ করে যায়।’ তবে সেই ধারণা পাল্টানোর সময় এসেছে বলেও মনেপ্রাণে বিশ্বাস করেন কঙ্গনা।