মানসিক সমস্যা রোধে উদ্যোগ নিচ্ছেন দীপিকা
বলিউড অভিনেত্রীদের তীব্র মানসিক অবসাদে ভোগার বিষয়টি নতুন নয়। অথচ এই বিষয়টি নিয়ে সবসময়ই চুপচাপ বি টাউন। এই নীরবতা ভেঙেছিলেন দীপিকা পাড়ুকোন, সরাসরি গণমাধ্যমে বলেছিলেন তাঁর তীব্র মানসিক অবসাদের ভোগার কথা। এরপর শুধু সেখানেই থেমে থাকেননি। মানসিক স্বাস্থ্য পরিচর্যার জন্য একটি বিশেষ ফাউন্ডেশন খুলতে যাচ্ছেন আগামী ২১ মার্চ। দীপিকার এই ফাউন্ডেশনটির নাম ‘বাঁচো হাসো ভালোবাসো’ বা ‘লিভ লাফ লাভ’।
গত বছর সবাইকে চমকে দিয়ে নিজের বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার কথা অকপটে স্বীকার করেন দীপিকা। সেই সময় থেকেই এই সমস্যা মোকাবিলায় একটি সংগঠন তৈরির জন্য কাজ শুরু করেন বলিউডের এই সফল অভিনেত্রী।
নিজের এই সংগঠনটি খোলার জন্য ২১ মার্চকে তারিখ হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ- এই দিনটিতেই নিজের মানসিক সমস্যার সমাধানে সরাসরি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন দীপিকা। মুম্বাই মিররকে দীপিকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বিষয়ে এখনই বিস্তারিতভাবে কিছু জানাতে চাননি দীপিকা। তিনি ২১ তারিখে এই ফাউন্ডেশনের উদ্বোধন করছেন। এই দিন বেছে নেওয়ার কারণ, তিনি নিজে এই দিনেই বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ফাউন্ডেশনটি কোন ভিত্তিতে চালু হচ্ছে, কোন ভিত্তিতে পরিচালিত হবে আর কারাই বা এর সাথে জড়িত হবে- এ নিয়েও বিস্তারিত জানা যাবে সময় হলেই।
‘তামাশা’ আর ‘বাজিরাও মাস্তানি’র শুটিংয়ে এখন খুবই ব্যস্ত সময় কাটছে দীপিকার। তবে এর মধ্যেও সময় করে বেশ কয়েকজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে দেখা করেছেন দীপিকা। এই ফাউন্ডেশনের একটি মুখ্য উদ্দেশ্য হবে মানসিক সমস্যা বিষয়ে মনোযোগ দেওয়া এবং সরাসরি বিশেষজ্ঞদের সাথে পরামর্শের ব্যাপারে উদ্বুদ্ধ করা।