‘মুসাফির’-এর মহরতে এরশাদ
এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটরিয়ামে ‘মুসাফির’ ছবির শুভ মহরত আজ ২০ মার্চ শুক্রবার বিকেল ৫টায়। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ছবিতে প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মারজান জেনিফা। ছবিটির মহরত অবশ্য গতকাল হওয়ার কথা থাকলেও কিছু কারণবশত সেটি আজকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
২২ মার্চ ছবিটির শুটিং শুরু হবে এফডিসি ও পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে। প্রথম লটের কাজ শেষে শুটিংয়ের জন্য কিছুদিনের মধ্যেই সিলেট ও চট্টগ্রামে যাবে ‘মুসাফির’ ইউনিট। গতকাল বৃহস্পতিবার ছবির ফেস্টুন ও ব্যানারের জন্য পান্থপথে একটি স্টুডিওতে শুভ ও জেনিফার ফটোশুট করা হয়েছে।
ছবিটির কাহিনি, সংলাপ আর চিত্রনাট্যও লিখেছেন আশিকুর রহমান। এতে আরো থাকছেন রুবেল, টাইগার রবি, শিমুল খান ও রেবেকা। একই পরিচালকের ‘কিস্তিমাত’ ছবিটিতেও অভিনয় করেছিলেন শুভ।