কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না : জয়া
স্বনামধন্য অভিনয়শিল্পী জয়া আহসান এখন কলকাতায় আছেন। তবে কলকাতায় থেকেও ইডেনের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে যেতে পারেননি তিনি। মাঠে না গেলেও টিভি সেটের সামনে বসে খেলা দেখবেন বলে জানান জয়া আহসান। কলকাতার আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন তিনি।
জয়া বলেন, ‘১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভালো লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের প্ল্যান করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা! তবে খেলা দেখতে কিন্তু ছাড়ছি না। তিনটে থেকে সাতটা— কোনো কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে যাব। আর সবচেয়ে ভালো লাগছে কি জানেন? কলকাতায় সব্বাই আজ বাংলাদেশকে সাপোর্ট করছে। এটা দারুণ ব্যাপার।’
এদিকে ইডেনেই যদি ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়, তাহলে জয়া কোন দল সাপোর্ট করবেন? কলকাতার সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘সর্বনাশ! (হাসি) খেলায় তো হারজিত আছেই। আমার খেলা নিয়ে সব সময়ই খুব স্পোর্টিং অ্যাটিটিউড। তবে আমি অবশ্যই আমার দেশকেই সাপোর্ট করব!’