এ বছরই আসছে ‘মুসাফির’
তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবির মহরত অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার, ২০ মার্চ সন্ধ্যায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করর্পোরেশন (বিএফডিসি) এর জহির রায়হান ভিআইপি ফ্লোরে। এই ছবির মাধ্যমেই ঢাকাই ফিল্মে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ ও মারজান জেনিফা।
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিকুর রহমান। তিনি এনটিভি অনলাইনকে বলেন, “আমাদের দেশে সাধারণত কমেডি মুভি কম নির্মিত হয়। আর ছবির নাম যেহেতু ‘মুসাফির’ তাই ভ্রমণের দৃশ্য সেই সাথে প্রেম, কমেডি, অ্যাকশন সব মিলিয়ে ভিন্ন ধাঁচের একটি বিনোদনের প্যাকেজ নিয়ে নির্মিত হবে এই ছবি। আশা করি দর্শকরা এ ছবি দেখে হতাশ হবেন না। প্রথম লটের কাজ শেষে শুটিংয়ের জন্য কিছুদিনের মধ্যেই সিলেট এবং চট্টগ্রামে যাবে মুসাফির ইউনিট। আশা করছি গল্পে গানে ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব।”
মহরত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পারসেপচুয়াল পিকচার্সের পক্ষ থেকে দেবাশীষ বিশ্বাস, আরেফিন শুভ, নবাগতা মারজান জেনিফা, টাইগার রবিসহ চলচ্চিত্রাঙ্গনের অন্যান্য কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।
‘মুসাফির’ ছবিতে শুভ ও জেনিফা ছাড়াও আরো থাকছেন টাইগার রবি, রাজ শিমুল খান, সিন্ডি রল্লিং প্রমুখ। পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস প্রযোজিত ‘মুসাফির’ ছবিটির সুর সংগীত পরিচালনা করবেন নাভেদ ও ইমরান।
চলতি মাসের ২৩ তারিখ থেকে পুরোদমে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে ‘মুসাফির’ ছবির দৃশ্যধারণ শুরু হবে। সেইসাথে এ বছরের মাঝামাঝি সময়ে ‘মুসাফির’ ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।