‘দিলওয়ালে’ ছবির শুটিং শুরু
নতুন ছবি ‘দিলওয়ালে’-এর শুটিং শুরু করে দিয়েছেন বলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক রোহিত শেটি। এই ছবির মাধ্যমেই আবার পর্দায় ফিরবেন শাহরুখ-কাজল। সাথে অজয় দেবগন থাকারও একটা গুজব রয়েছে।
ভারতীয় ট্যাবলয়েড মিড ডে জানিয়েছে, প্রথম দিনের শুটিংয়ে কাজল-শাহরুখ কেউই ছিলেন না। রোহিত শুটিং শুরু করেছেন বরুণ ধাওয়ান, সঞ্জয় মিশ্র, জনি লিভার ও বরুণ শর্মাকে নিয়ে।
‘দিলওয়ালে’ ছবিতে আরো একঝাঁক তারকা অভিনয় করছেন। এঁদের মধ্যে রয়েছেন বোমান ইরানি, বিনোদ খান্না, কবির বেদি, মুকেশ তিওয়ারি ও মুরলি শর্মা।
ছবিটির চিত্রনাট্য করেছেন সাজিদ-ফারহাদ। সংগীত পরিচালনা করছেন প্রিতম। বছরের শেষে ক্রিসমাস উপলক্ষে মুক্তি দেওয়া হবে দিলওয়ালে।
শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও রোহিত শেঠি প্রোডাকশন্স যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।