সাংবাদিককে চড়ের ‘ঘটনা’ অস্বীকার করলেন সানি!
গতদিনের ঘটনা। ভারতের প্রতিষ্ঠিত গণমাধ্যম ‘মিড ডে’ প্রকাশ করল, বাজে প্রশ্ন করায় সপাটে এক সাংবাদিককে চড় কষিয়েছেন সানি লিওন। সুরাটে এক হোলি ইভেন্টে অংশ নিতে গিয়ে এই ঘটনা। এ নিয়ে সানিকে কেউ দোষারোপ করেননি, পক্ষান্তরে প্রশংসাই ছিল তাঁর জন্য। অথচ, এখন সানিই বলছেন; এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি।
সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারের মন্তব্যসহ ‘ঘটনা’ মিড ডে প্রকাশ করেছিল। সে যাই হোক না কেন, সানি লিওন পুরো বিষয়টাকেই ডাহা মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছেন। কোনো কিছুই নাকি ঘটেনি, এমনই দাবি তাঁর! ‘মিড ডে’-র খবরটির লিংক দিয়ে টুইটারে লিখেছেন, ‘কী বিচিত্র মিথ্যা কথা!’
একই রকম দাবি করছেন ড্যানিয়েল ওয়েবার। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তিনি দাবি করেন, এ ঘটনা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তাঁর কথা, ‘এই পুরো ব্যাপারটায় (প্রতিবেদন) এক ফোঁটাও সত্যিকারের ঘটনা নেই। এটা খুবই লজ্জার ব্যাপার যে তারা কোনো একটা কথা শুনে বিন্দুমাত্র যাচাই ছাড়াই মনগড়া একটা গল্প লিখে দেয়। আমার বক্তব্যের বিষয়টিও পুরোপুরি মিথ্যা। আমরা ওই সাংবাদিককে (প্রতিবেদনের লেখক) ডেকেছি এবং প্রমাণ করেছি যে সে বানোয়াট কথা লিখেছে।’
সেই সঙ্গে, হোলির অনুষ্ঠানে সাংবাদিকের অযাচিত প্রশ্ন এবং সানির প্রতিবাদের বিষযটিকে স্পষ্টভাবে অস্বীকার করেছেন ড্যানিয়েল। ‘এ রকম কিছুই তো ঘটেনি, আমরা বুঝতে পারছি না আসলে এই লোকটা (প্রতিবেদক) কী বলতে চেয়েছে, কারণ ওই হোলির ইভেন্টে তো কোনো ধরনের সাক্ষাৎকারের ঘটনাই ঘটেনি।’
পুরো ঘটনাটি এখন বেশ ঘোলাটে। কারণ, হোলির ইভেন্টে কী হয়েছে, তা নিয়ে কেউই সেভাবে মুখ খোলেনি। এমনকি, এই অস্বীকারের কায়দাটিও পুরোপুরি বলিউডি ধাঁচের; তা অনেকেরই বুঝতে দেরি হওয়ার কথা নয়। তাহলে কী, পুরো বিষয়টাই কি সানির আসন্ন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বিশেষ প্রচারণার কৌশল?
২২ এপ্রিল মুক্তি পাবে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’।