বলিউডের সর্বকালের ব্যবসাসফল পাঁচ ছবি
কয়েক দশক ধরে বলিউড বক্স অফিস শাসন করে যাচ্ছেন খানরা। সালমান, শাহরুখ ও আমির; তিন খানই এখনো পর্যন্ত রয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্যারিয়ারে। তবে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান এ বিষয়ে স্পষ্টতই ছাড়িয়ে গেছেন অন্য দুই খানকে। একের পর এক মামলা আর বিতর্ক ছাপিয়ে আমিরের ‘পিকে’ কেবল দেশে নয়, বিদেশের বক্স অফিসেও বিস্তর ব্যবসা করেছে। ভারতে তো ‘পিকে’র রেকর্ড আদৌ ভাঙা সম্ভব হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ! বলিউড বক্স অফিসের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল ছবিগুলো নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছে টাইমস অব ইন্ডিয়া।
১. পিকে
‘পিকে’ ছবিকে ‘রেকর্ডের বরপুত্র’ বললে মোটেও অত্ত্যুক্তি হবে না। দেশ-বিদেশের বাজার মিলিয়ে ‘পিকে’র আয় এরই মধ্যে ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তার সাথে যুক্ত হয়েছে মামলার রেকর্ড। এ ছবির বিরুদ্ধে এখনো পর্যন্ত যে পরিমাণ মামলা হয়েছে, তা গুনে শেষ করা দুষ্কর! সেই হিসাবে গণমাধ্যমের বিনোদন পাতা ছাড়িয়ে মূল পাতার খবরেও বহুবার এসেছে ‘পিকে’। কিন্তু এসব বিতর্ক ছাপিয়ে আমির আবারও প্রমাণ করেছেন, বলিউড বক্স অফিসে তাঁর সমতুল্য আর কেউই নেই! কারণ বক্স অফিস ইন্ডিয়া ডট কমের রিপোর্ট অনুসারে, মুক্তির ১৭ দিনের মধ্যেই ৩০৫ কোটি রুপি কামিয়েছে ‘পিকে’। ‘পিকে’তে নাম ভূমিকায় আমির অভিনয় করেছেন ভোজপুরি ভাষাভাষী এক এলিয়েন হিসেবে; যে কি না সহজ-সরল ব্যাখ্যা ও জিজ্ঞাসার মাধ্যমে ধর্ম ব্যবসা, ভণ্ডামি আর অন্ধবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এই ছবিতে আমিরের সাথে আরো গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত ও বোমান ইরানি।
২. ধুম ৩
ধুম সিরিজের মূল আকর্ষণই থাকে কোনো ধুরন্ধর, চতুর এক চোর। জন আব্রাহাম, হৃতিক রোশনের পর ধুম-এর তৃতীয় কিস্তিতে চোর সাজলেন আমির, তাও আবার ‘ডাবল-রোল’! বলাই বাহুল্য, ‘পিকে’র পর দ্বিতীয় ব্যবসাসফল ছবি এখনো ‘ধুম ৩’। ‘ফানা’র পর যশরাজ ফিল্মসের ব্যানারে আমিরের দ্বিতীয় ছবি ছিল ধুম ৩, আর তাতে প্রত্যাশা অনুযায়ী বাজিমাত করেছেন তিনি। যমজ দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ‘ধুম ৩’। বলিউডের বক্স অফিসে এ ছবি উপার্জন করে ২৬১ কোটি রুপি। আমির ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া ও ক্যাটরিনা কাইফ।
৩. কিক
প্রযোজক হিসেবে সাজিদ নাদিয়াদওয়ালা সব সময়ই সফল। তবে পরিচালক হিসেবে তিনি প্রথম ছবিতেই এতটা সফল হয়ে উঠবেন, তা কি তিনি ভাবতে পেরেছিলেন? ভাবতেও পারেন, ছবির কাহিনী-চিত্রায়ন যখন ধুন্দুমার মারকাট অ্যাকশনে ভরা আর নায়ক যদি হন সালমান খান; তাহলে ব্লকবাস্টার হিট হতে আর কী চাই! লঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজকে পাশে নিয়ে সালমান তাই ‘কিক’ দিয়ে বাজিমাত করেছেন বলিউড বক্স অফিস। ‘কিক’-এর আগে সালমানের একই ঘরানার ‘ওয়ান্টেড’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’ ছবিগুলোও ব্লকবাস্টার হিট হয়েছিল। আমিরের ‘পিকে’ আর ‘ধুম ৩’-এর পর ২১২ কোটি রুপি পকেটে পুরে ৩ নম্বর অবস্থানে সালমানের ‘কিক’। পরবর্তী ছবি ‘বজরঙ্গি ভাইজান’ নিয়ে এখন দারুণ ব্যস্ত সালমান; আমিরের সাথে পাল্লা তো দিতে হবে!
৪. চেন্নাই এক্সপ্রেস
নিজের সাফল্যকে দারুণভাবে ধরে রেখে পরিচালক রোহিত শেঠি উপহার দিয়েছেন ‘চেন্নাই এক্সপ্রেস’। বক্স অফিসের ‘মসলা মুভি’ শিরোনামের ছবিতেও যে কাহিনী আর অভিনয়ের বিশাল অংশ থাকতে পারে, ‘চেন্নাই এক্সপ্রেস’ তার মোক্ষম নিদর্শন! সেই ‘ওম শান্তি ওম’-এর তুমুল সাফল্যের পর শাহরুখ-দীপিকা জুটি ফিরে এসে আবারও মাত করেছেন বড়পর্দা। কেবল তাই নয়, নিজ নিজ ভূমিকায় আলাদাভাবেও তাঁরা দর্শক আর সমালোচক, দুই পক্ষেরই মন জয় করতে পেরেছেন। পুরোদস্তুর বিনোদনে ভরপুর এই ছবিটি বলিউড বক্স অফিসে ২০৮ কোটি রুপি উপার্জন করে। এই সাফল্যের সিংহভাগ যে দিনশেষে ‘কিং খান’ পেয়েছেন, তা তো বলার অপেক্ষা রাখে না!
৫. থ্রি ইডিয়টস
বক্স অফিসে রেকর্ড করার দৌড়ে আমির সব সময়েই এগিয়ে। তাঁর ছবি কেবল টাকাই কামায় না, পুরো জনমানসে তৈরি করে নতুন চিন্তাধারা; এনে দেয় ভাবনার খোরাক। এমনই এক ছবি ছিল ‘থ্রি ইডিয়টস’! প্রচলিত শিক্ষাব্যবস্থার দুর্বলতা আর অন্তঃসারশূন্যতাকে তীব্র আঘাত করে সাধারণ মানুষের চিন্তাধারায় বিশাল বদল এনেছিল রাজকুমার হিরানির এই ছবি। একই সাথে বিনোদনমূলক ছবি হিসেবেও এর জুড়ি মেলা ভার! ভারতের বক্স অফিসে ‘থ্রি ইডিয়টস’-এর উপার্জন ছিল ২০১ কোটি রুপি। কেন্দ্রীয় চরিত্রে আমির খান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন, শারমান জোশি, বোমান ইরানি ও কারিনা কাপুর।