পানামা পেপার
মুখ খুলছেন না অমিতাভ
পানাম পেপার ফাঁসের ঘটনায় বলিউড জগতের দুই নক্ষত্র অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম চলে এসেছে। ঐশ্বরিয়া মুখপাত্রের বরাত দিয়ে পুরো ঘটনা বেমালুম অস্বীকার করেছেন এরই মধ্যে। তবে অমিতাভ একেবারে চুপ করে আছেন। পুরো ঘটনা নিয়ে টুঁ শব্দটিও করেননি ‘বিগ বি’। তাঁর এমন আচরণকে প্রশ্নবিদ্ধ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্টস্পট।
আনুষ্ঠানিক বিবৃতি দূরে থাকুক, সামাজিক মাধ্যমেও একেবারে যেন বোবা হয়ে গেছেন ভারতের সবচেয়ে বেশি ফ্যান-ফলোয়ার পাওয়া এই মহাতারকা। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জেতার পর তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, তারপরেই ‘পানামা কাগজ ফাঁস’! অমিতাভ যেন একেবারে শীতনিদ্রায়। অথচ প্রায় ঘণ্টায় ঘণ্টায় নতুন পোস্ট দেওয়া তাঁর একরকমের অভ্যাস। এমন দিন খুঁজে পাওয়া মুশকিল যে তিনি একদিনের মধ্যে অন্তত বার-দুয়েক নতুন পোস্ট দেননি।
অমিতাভ বচ্চনের ক্ষেত্রে মোসাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া তথ্যাদি থেকে জানা যায়, ১৯৯৩ সালে অন্তত চারটি অফশোর শিপিং কোম্পানির ডিরেক্টর হয়েছিলেন তিনি। এর একটি ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে, বাকি তিনটি ছিল বাহামায়। প্রতিটির অনুমোদিত মূলধন ছিল পাঁচ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। অথচ ওই প্রতিষ্ঠানগুলোর জাহাজ নিয়ে ব্যবসা হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের!
অমিতাভকে সর্বশেষ দেখা গেছে ‘কি অ্যান্ড কা’ ছবিতে। কিছুদিন আগে তিনি ব্যস্ত ছিলেন ঋভু দাসগুপ্তের পরিচালনায় ‘তিন’ ছবিতে।