শুটিংয়ে আহত ঐশ্বরিয়া
ছবির কাজ করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আহত হওয়ার ঘটনা কমবেশি সব সময়ই ঘটে। এবার শুটিংয়ে আহত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
আত্মজীবনীমূলক ‘শাবারজিৎ’ ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন তিনি। ছবিটির শুটিং চলছিল পাঞ্জাবের একটি গ্রামে।
শুটিং ইউনিটের একজন সদস্য জানিয়েছেন, ‘ছবির দৃশ্য অনুযায়ী গ্রামের একটি ইট-পাথরে ভরা রাস্তায় হাঁটতে হতো ঐশ্বরিয়াকে। কিন্তু স্যান্ডেল ছেঁড়া থাকায় খালি পায়ে ওই রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া। দৃশ্যটি ধারণ করার পর দেখা যায়, খালি পায়ে ইটের ওপর দিয়ে হাঁটার কারণে তাঁর পা অনেক জায়গায় থেঁতলে গেছে।’
সঙ্গে সঙ্গেই ঐশ্বরিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুটিং ইউনিটের ওই সদস্য আরো বলেন, ‘ঐশ্বরিয়া সব সময় ছবির কাজ যেন ঝামেলাহীনভাবে শেষ হয়, সে চেষ্টা করেন। যখনই কোনো সমস্যার কথা শোনেন, তিনি চেষ্টা করেন সেটার একটা সহজ সমাধান বের করতে। আমরা ওনার জন্য নতুন একটি স্যান্ডেলের ব্যবস্থা করছিলাম। কিন্তু তাতে শট দিতে দেরি হয়ে যাবে ভেবে খালি পায়েই ইটের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া।’
তবে এ বিষয়ে ঐশ্বরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওমাং কুমার পরিচালিত ‘শাবারজিৎ’ ছবিটি নির্মাণ করা হচ্ছে দালবির কৌর-এর জীবনী অবলম্বনে। ভারতীয় চর সন্দেহে পাকিস্তানের জেলে বন্দি করা হয়েছিল দালবিরকে। জেলের মধ্যেই অন্য বন্দিদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
ছবিতে দালবিরের চরিত্রের নাম রাখা হয়েছে ‘শাবারজিৎ সিং’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। আর ঐশ্বরিয়া অভিনয় করেছেন দালবিরের বড় বোনের ভূমিকায়।