অভিনয়কে পেশা করতে চান জিনিয়া
আমি খুবই পেটুক। প্রচুর খাই আর ঘুরে বেড়াই। ল্যাপটপে সারাদিন বসে ছেলেদের সঙ্গে ফেসবুকিং করি। এভাবেই নিজের কাজকর্মের বর্ণনা করছিলেন এ প্রজন্মের অভিনেত্রী জিনিয়া খন্দকার।
সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘দি ভিলেজ ইঞ্জিনিয়ার’ ধারাবাহিক নাটকে সানাই চরিত্রে অভিনয় করছেন তিনি। মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন জিনিয়া। এরই মধ্যে বেশ কয়েকটি খণ্ড নাটকে কাজ করেছেন তিনি।
জিনিয়া বলেন, ‘সালাউদ্দিন লাভলু ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এই নাটকে কাজ করতে এসে অভিনয় প্রতিনিয়ত শিখছি। নাটকটি যখন প্রচার হবে, দর্শক অনেক মজা পাবে। নাটকে আমি প্রভা আপুর ছোট বোনের চরিত্রে কাজ করছি। প্রভা আপুর নাম বাজনা। আমার নাম সানাই। আমাদের দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য দুই রকম। প্রভা আপু প্রচুর সাজগোজ করে। দর্জিবাড়িতে দুদিন পরপর জামা বানাতে দেয়। আর আমি একদমই সাজগোজ করি না।’
জিনিয়া সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে স্নাতক শেষ করেছেন। অভিনয় ভালোভাবে শিখে এটিকে পেশা হিসেবে নিতে চান বলে জানান তিনি।