শহিদ-মীরার ঘরে আসছে নতুন অতিথি!
গুঞ্জন ছিল আগে থেকেই। এবার সেটা আরেকটু নিশ্চিত হওয়া গেল। অভিনেতা শহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত এখন তাঁদের প্রথম সন্তানের জন্য দিন গুনছেন।
যদিও শহিদ কিংবা মীরার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে মীরার কাছের বন্ধু ফ্যাশন ডিজাইনার মাশাবা খবরটি নিশ্চিত করেছেন। মুম্বাই মিররকে মাশাবা বলেন, ‘মীরা এখন তাঁর দ্বিতীয় ট্রায়মেস্টারে রয়েছে। গর্ভাবস্থার অর্ধেক সময় সে পার করেছে এরই মধ্যে।’
গত বছরের ৭ জুলাই দিল্লিতে বিশাল আয়োজনে শহিদ ও মীরার বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এ বছরের ল্যাকমে ফ্যাশন উইকে মঞ্চে উঠেছিলেন মীরা রাজপুত। ডিজাইনার আনিতা দোংরের ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি। তখনই তাঁর ‘বেবি বাম্প’ দেখে নতুন অতিথি আসার খবর চাউর হয়েছিল।
সর্বশেষ গত ৪ এপ্রিল ইনস্টাগ্রামে মীরার বান্ধবী মাশাবা দুজনের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশন লেখেন, ‘টু এম’স অ্যান্ড আ বাম।’
শহিদ-মীরা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এই ছবি ও ক্যাপশনের মাধ্যমেই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, কাপুর পরিবারের নতুন অতিথির আগমনের বিষয়টি।
সর্বশেষ শহিদ কাপুরের ‘শানদার’ ছবিটি মুক্তি পায়। যদিও ছবিটি দর্শক-সমালোচক কাউকেই খুশি করতে পারেনি। বক্স-অফিসেও ব্যর্থ হয়েছে ছবিটি।
তবে এ ব্যর্থতা হয়তো অচিরেই কাটিয়ে উঠবেন শহিদ। তিনি এখন ব্যস্ত আছেন বিশাল ভরদ্বাজের ‘রাঙ্গুন’ ছবির শুটিংয়ে।