দাদাসাহেব ফালকের বিশেষ পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা
দেশ ছাড়িয়ে এখন বিদেশের মাটিতে অনেক বেশি ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। তবে দেশের কাজের কথা ভোলেননি যেমন, দেশও সহসাই ভুলছে না তাঁকে। দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের তরফ থেকে বিশেষ সম্মাননা হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এই অভিনেত্রী।
এনডিটিভির খবরে জানা গেল, এ নিয়ে দ্বিতীয়বার দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের পুরস্কার পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। ২০১১ সালে বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ ছবিতে অভিনয়ের সুবাদে সম্মাননা পান ‘পি সি’। সেটি অবশ্য ছিল ‘বেস্ট মেমোরেবল পারফরম্যান্স’ ক্যাটাগরিতে।
এবারে ১৪৭তম ‘দাদাসাহেব ফালকে জয়ন্তী’ উপলক্ষে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন ৩৩ বছর বয়স্ক এই অভিনেত্রী। চলতি মাসের ২৪ তারিখে মুম্বাইয়ে হতে যাচ্ছে চূড়ান্ত অনুষ্ঠান।
২০০৩ সালে ‘দ্য হিরো : লাভ স্টোরি অব আ স্পাই’ ছবি দিয়ে বলিউড অভিষেক হয় প্রিয়াঙ্কা চোপড়ার। ছবিটি দারুণ ব্যবসাসফল হয়। সে বছরই অক্ষয় কুমারের বিপরীতে ‘আন্দাজ’ ছবিতে অভিনয় করে প্রিয়াঙ্কা ঘোষণা দেন, বলিউডে লম্বা সময়ের জন্যই এসেছেন তিনি। প্রিয়াঙ্কার ব্যবসাসফল এবং প্রশংসিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মুঝসে শাদি করোগি’, ‘এতরাজ’, ‘ডন’, ‘ফ্যাশন’, ‘দোস্তানা’, ‘অগ্নিপথ’, ‘বরফি’, ‘মেরি কম’, ‘বাজিরাও মাস্তানি’।
আমেরিকান টেলিভিশনের থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে ২০১৫ সালে হলিউড অভিষেক হয়েছে প্রিয়াঙ্কার। এ ছাড়া ‘বেওয়াচ’ চলচ্চিত্রে ডোয়েইন জনসনের (দ্য রক) বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি।