শেষের পথে চাষী নজরুল ইসলামের বাকি দুটি ছবি
জাতীয় চলচ্চিত্র ও একুশে পদক পাওয়া চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের বয়স হয়েছিল ৭৪ বছর। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন চলচ্চিত্র নির্মাণ নিয়ে। তাঁর নির্মিত ‘ওরা ১১ জন’ স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কাহিনীচিত্র। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভদা, হাছন রাজা, শাস্তি ইত্যাদি। এ বছরের শুরুতেই তিনি চলে গেছেন, কিন্তু এখনো মুক্তির প্রতীক্ষায় রয়েছে তাঁর নির্মিত আরো দুটি চলচ্চিত্র। একটি ছবির নাম ‘অন্তরঙ্গ’, অন্যটির নাম ‘ভুল যদি হয়’। ছবি দুটি তাঁর অবর্তমানে পরিচালনা করছেন তাঁর দীর্ঘ ৩০ বছরের প্রধান সহকারী মোহাম্মদ তারেক। তিনি এ বিষয়ে কথা বলেছেন এনটিভি অনলাইনের সাথে।
তারেক বলেন, ‘ভুল যদি হয়’ ছবিটি আলিশা, ইমন আর সম্রাট- এই তিন বন্ধুর গল্প। ছবিটি ত্রিভুজ প্রেমের হলেও একটু ভিন্ন ধরনের। এখানে বান্ধবী আলিশার সাথে প্রেম করে বিয়ে করে ইমন। কিন্তু সম্রাটের সাথে আলিশার বন্ধুত্ব ঠিক থাকে সবসময়। তবে একপর্যায়ে সম্রাটকে ঘিরে সমস্যা শুরু হয় আলিশা ও ইমনের মাঝে। এর জের ধরে তাদের সংসারও ভেঙে যায়। ঘটনাচক্রে সম্রাটের সাথেও সংসার হয় আলিশার। গল্প কিন্তু এখানেই শেষ নয়। আরো অনেক চড়াই উৎরাই পেরুতে হয় এই তিন বন্ধুকে। শেষ পর্যন্ত এই কাহিনীর পরিণতি জানতে হলে পুরো ছবিটাই দেখতে হবে।’
তারেকই জানালেন ‘ভুল যদি হয়’ ছবির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই ছবি প্রযোজনা করছেন ড. মাহ্ফুজুর রহমান। ছবিটি মে মাসের দিকে মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারেক।
চাষী নজরুল ইসলামের আরেকটি অবশিষ্ট ছবির নাম ‘অন্তরঙ্গ’। এতে অভিনয় করেছেন আলিশা, ইমন, অমিত হাসান, দিতি, অরুনা বিশ্বাসসহ আরো অনেকে। এই ছবিরে গল্পে দখা যাবে আলিশা সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসে। এরপর সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং এমনই এক অবস্থায় বন্ধুত্ব হয় ইমনের সাথে। আলিশা বেহুস হয়ে গেলে ইমন তাকে বাধ্য হয়ে হোটেলে নিয়ে যায়। রাতে তাদের পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। এ ঘটনার পর তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। তবে পরিণতির দিকে সহজেই এগোয় না তাদের প্রেম। কারণ ঘটনাচক্রে স্মৃতিশক্তি হারায় আলিশা। আর এখান থেকেই শুরু হয় আরেক টানাপড়েন। আবারও সৎ মায়ের আবির্ভাব ঘটে আলিশার জীবনে। বন্ধু ও প্রেমিক ইমনকে আর আলিশা চিনতে পারে না। এমনই একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘অন্তরঙ্গ’ ছবির আবহসঙ্গীত করেছেন ইমন সাহা। ছবিটি আগামী এপ্রিল মাসে শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হতে পারে।
প্রয়াত চাষী নজরুল ইসলামের অবশিষ্ট এই দুটি চলচ্চিত্র সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন বলেই আশা প্রকাশ করেছেন তাঁর প্রধান সহকারী মোহাম্মদ তারেক।