শুক্রবার ঢাকায় আসছেন শিল্পা শেঠি
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি আসছেন বাংলাদেশে, আগামী শুক্রবার। একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার জন্যই তিনি ঢাকায় আসছেন। এই ফ্যাশন শোতে আরো অংশ নেবেন দেশীয় ফ্যাশন মডেল ইমি, হিরা, মারিয়া মিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ আরো অনেকে।
‘দ্য প্ল্যাটফর্ম’-এর আয়োজনে ‘প্যাশন ফর ফ্যাশন’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই ঢাকায় আসছেন শিল্পা। বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাকে ১৫টি কিউ দিয়ে সাজানো হবে পুরো ফ্যাশন শো। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করবেন কোরিওগ্রাফার সানজিদা হক আরেফিন লুনা।
এ বিষয়ে দ্য প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা হক আরেফিন লুনা বলেন, ‘আমরা চাই বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিকভাবে আরো সমৃদ্ধ হোক। আমরা চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে। আমরা দেশি শিল্পীদের সঙ্গে একই মঞ্চে বিদেশি শিল্পীর অংশগ্রহণে করছি সামার ফ্যাশন শো। মূলত দেশি পোশাককে আন্তর্জাতিকভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রয়াস।’
শুক্রবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে। বেসরকারি একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।