এনটিভি অনলাইনকে চিত্রতারকাদের শুভেচ্ছা
এনটিভি অনলাইনের যাত্রা শুরু হলো গত পয়লা ফেব্রুয়ারি। এনটিভি বিডি ডট কমের এই যাত্রার শুরুতে বাংলাদেশের চলচ্চিত্রজগতের অনেকেই জানিয়েছেন শুভেচ্ছা। তারকা, পরিচালক, অভিনয়শিল্পী সবাই জানিয়েছেন এনটিভি অনলাইনের কাছে তাঁদের প্রত্যাশার কথা।
আমজাদ হোসেন
পরিচালক
একটা সময় ছিল যখন শিল্পসাহিত্য আর সংবাদ পরিবেশন দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হতো। মানুষের ব্যস্ততার কারণে শুধু সংবাদ পরিবেশন ঠিক থাকলেও শিল্পসাহিত্য পাতা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, শিল্পসাহিত্য জাতি গঠনে কাজ করে। আর যাঁরা সংবাদমাধ্যমে কাজ করেন, জাতি গঠনে তাঁদের দায়িত্ব অনেক। আমার আশা থাকবে এনটিভি অনলাইন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
ইলিয়াস কাঞ্চন
চিত্রনায়ক
আমি তো মনে করি তিন-চার বছরের মধ্যে কাগজের পত্রিকা হারিয়ে যাবে। ল্যাপটপ বা স্মার্ট ফোনে যখন মানুষ সহজে খবর পেয়ে যায়, তখন কেন বাড়তি কাগজ ব্হন করবে? তবে সরকারের এখনই একটা নীতিমালা করা দরকার, যেভাবে চারিদিকে অনলাইন নিউজ প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে, তাতে বাজার নষ্ট হবে। অনলাইন ভালো একটা মাধ্যম কিন্তু আমাদেরকেই নীতিমালা দিয়ে এখানে সুস্থ ধারা বজায় রাখতে হবে। আর এনটিভির তো সম্ভাবনা অনেক বেশি। কারণ এনটিভি ১২ বছর ধরে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আর খবর সংগ্রহ করার যে প্রক্রিয়া এবং তাতে যে পরিমাণ স্বচ্ছতা দরকার, সেদিক থেকে এনটিভির খবর অনেক এগিয়ে। এনটিভি অনলাইন মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। তাদের জন্য শুভকামনা।
শাকিব খান
চিত্রনায়ক
পাঠক বা দর্শক আমাদের কাছে দেবতাতুল্য। তাঁরা পছন্দ করেন বলেই আমরা তারকা বা সুপারস্টার। গণমাধ্যমের কাছে আমার প্রত্যাশা, দর্শক বা পাঠকদের সাথে তাঁরা প্রতারণা করবেন না। কারণ তাঁরা আমাদের কাজের খবরটি পৌঁছে দেন দর্শকের কাছে। আপনার বিক্রি বাড়ানোর জন্য ব্যক্তিগত মনগড়া ভুল সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন। এনটিভি অনলাইন অবশ্য অনেক বেশি পেশাদারি মনোভাব দেখাবে আমি জানি। এনটিভির সবাইকে শুভেচ্ছা।
মিশা সওদাগর
অভিনেতা
সংবাদমাধ্যমের কাজ আসলে সংবাদ পরিবেশন করা। কোন কাজটা ভালো, কোনটা খারাপ সেটা পাঠক নির্ধারণ করবেন। কিন্তু ইদানীং কিছু সংবাদমাধ্যমকে দেখা যায় তারা সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন মন্তব্য করছে, আমি মনে করি না এই মন্তব্য করা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে। আর কেউ যদি কোনো মন্তব্য করতে চায় তাহলে তাঁকে বলব, গঠনমূলক মন্তব্য করুন, যাতে কেউ দ্বিধায় না পড়ে। এনটিভি অনলাইনের কাছে প্রত্যাশা তারা নির্ভরযোগ্য সংবাদ দেবে।
পপি
চিত্র অভিনেত্রী
গণমাধ্যমে চলচ্চিত্রের খবর কম থাকে। আর যে খবরগুলো থাকে, সেগুলোর বেশির ভাগই ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ। এসব খবরের ভঙ্গিটাও থাকে আক্রমণাত্মক। মানুষ চলচ্চিত্রের খবর পছন্দ করে। এসব খবরে অভিনেতা বা অভিনেত্রীদের ব্যক্তিগত খবর এবং গসিপ না ছাপানোই ভালো। এনটিভি অনলাইনের কাছে আশা থাকবে, চলচ্চিত্রের খবরটা যেন বেশি থাকে।
এফ আই মানিক
পরিচালক
বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ যখন পড়ি তখন মনটা খারাপ হয়ে যায়, দেখে মনে হয় চলচ্চিত্রের কোনো খবর নেই, কেউ কোনো কাজ করছে না। অথচ বাংলাদেশে চলচ্চিত্রের অবস্থা যখন খারাপ, তখনো কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশটি ছবিতে চার থেকে পাঁচ হাজার মানুষ কাজ করেছে এবং এখনো করছে। কিন্তু কোনো সংবাদে চলচ্চিত্রের আপডেট নেই, মাঝে মাঝে দেখি কোনো কোনো তারকার ব্যক্তিগত ও পারিবারিক খবর পরিবেশনেই যেন বেশি আগ্রহ। এটা মোটেও কাম্য নয়। আমাদের দরকার চলচ্চিত্রের খবর। আমরা যখন কোনো ছবি বানাই তার পেছনে অনেক গল্প থাকে। আর এই গল্প যখন একজন দর্শক জানবে ঠিক তখনই সে অনুভব করতে পারবে, সমাজের কোন প্রেক্ষাপট নিয়ে ছবি হচ্ছে আর তখনই এই ছবির দর্শক তৈরি হবে। আমার আশা থাকবে এনটিভি অনলাইন বাংলা চলচ্চিত্রের উন্নয়নে আমাদের সাথে একযোগে কাজ করবে।
সাইমন সাদিক
চিত্রনায়ক
এনটিভির কাছে প্রত্যাশা সে নিজেই তৈরি করেছে। আশা করি এনটিভি অনলাইন সেই অবস্থানটা আরো শক্তিশালী করবে। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, আমার প্রত্যাশা আরো বেশি, এ রকম প্রতিষ্ঠান যদি চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরে, তাহলে চলচ্চিত্রের এগিয়ে চলা আরো সহজ হবে। এনটিভি অনলাইনের মাধ্যমে সব সংবাদমাধ্যমকে অনুরোধ, পাঁচজনের মধ্যে একজন খারাপ কিছু করলে তার খবর প্রচার করলে হয়তো আপনার কাটতি বাড়বে, এতে চলচ্চিত্রের কোনো উপকার হচ্ছে না। বরং বাকি চারজন যে ভালো কাজ করছেন তাঁরা বঞ্চিত হচ্ছেন। আসুন বাংলাদেশ চলচ্চিত্রকে সবাই মিলে এগিয়ে নিতে সাহায্য করি।
পরীমনি
চিত্রনায়িকা
বর্তমান প্রজন্মের আমরা আসলে চিন্তাই করতে পারি না যে খবর পড়ার জন্য পত্রিকা কিনব। আবার আজকাল নির্দিষ্ট কোনো টিভি অনুষ্ঠান, সময় বের করে ঠিক ওই সময়ে দেখাটাও প্রায় অসম্ভব। এনটিভি অনলাইনকে ধন্যবাদ, আমার সময়মতো প্রয়োজনীয় যে কোনো নিউজ বা এনটিভির অনুষ্ঠান অনলাইনে দেখতে পাব। তবে একটা কথা, যেহেতু দর্শক আমাদের ব্যক্তিগত জীবনটা দেখে সাংবাদিকদের চোখে, সাংবাদিকদের প্রতি অনুরোধ দর্শকদের কাছে আমাদের ইমেজ নষ্ট করবেন না। আর আমার দর্শকদের উদ্দেশে বলছি, বাংলাদেশি চলচ্চিত্রের নতুন নতুন সব খবর পেতে চোখ রাখুন এনটিভি অনলাইনে, আশা রাখি দর্শক আমাদের প্রত্যাশা পূরণ করবে।
জেফ
চিত্রনায়ক
এনটিভি তো সব সময় দেখি। নিউজগুলো অনেক নির্ভরযোগ্য, কিন্তু প্রায়ই সময় বিভিন্ন কাজে বাইরে থাকতে হয়। এটা আমাদের খুব প্রয়োজন ছিল। যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আমরা প্রয়োজনীয় অনুষ্ঠান, খবর বা তার আপডেট পাচ্ছি। আমার তো মনে হয়, এনটিভি অনলাইন সময়ের সাথে এক নম্বর স্থানটি দখলে রাখবে
বাপ্পি চৌধুরী
চিত্রনায়ক
সময়ের সাথে আগামীর পথে স্লোগানটা আবারও প্রমাণ করল এনটিভি। আজকের যুগে একটা সময়ে সবাইকেই অনলাইন করতে হবে। সে ক্ষেত্রে এনটিভি এগিয়ে থাকল। আশা করি, আমাদের চলচ্চিত্রের খবর দ্রুত সবার কাছে পৌঁছে যাবে। ডিজিটাল চলচ্চিত্রের শুভযাত্রায় এনটিভি অনলাইন সহায়ক হবে।
বিপাশা কবির
চিত্রনায়িকা
একটা চলচ্চিত্রের পেছনে অনেক সাধনা, পরিশ্রমের গল্প থাকে। দর্শকরাও অনেক আগ্রহ নিয়ে এই গল্পগুলো জানতে চান। কিন্তু ইদানীং দেখা যায়, কিছু অনলাইন সংবাদমাধ্যম নায়ক-নায়িকাদের ব্যক্তি জীবনের রসালো গল্প লিখে নিজেদের হিট বাড়াতে চান। এতে আমরা যেমন বঞ্চিত হচ্ছি, তেমনি বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এনটিভি অনলাইনের কাছে প্রত্যাশা, চলচ্চিত্রের খবর আরো বেশি বেশি পাব এখানে।