অর্পিতার সঙ্গে শুভ পরিণয়
কনের নাম অর্পিতা সমাদ্দার। তাঁর সঙ্গে বাংলাদেশের এই প্রজন্মের নায়ক শুভর পরিচয় বছরখানেক আগে একটি অনুষ্ঠানে। বিয়ে করার চিন্তাটা তখন ছিল না। দু-তিনটি অনুষ্ঠানে দেখা হয়ে যায় এবং এরপরই শুভর ভালো বন্ধু হয়ে যান অর্পিতা। কিছুদিন আড্ডা দেওয়ার পর শুভ বুঝতে পারেন অর্পিতার কাছেই মন সমর্পণ করা হয়ে গেছে। তারপর ঝড়ের গতিতেই বিষয়টি এগিয়ে যায়। বিয়ের আলাপ প্রথম শুরু হয় অর্পিতার পরিবারে। ‘কনেপক্ষ রাজি হওয়ার পর কথা হয় আমাদের পরিবারের সাথে।’-এভাবেই আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এনটিভিকে নিজের প্রেম ও পরিণয়ের কথা জানাচ্ছিলেন শুভ।
শুভ বলেন, ‘দুই পরিবার মিলে পারিবারিকভাবে আমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্পিতা কলকাতার মেয়ে। ৬ ফেব্রুয়ারি কলকাতায় অর্পিতার পরিবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আজ দুপুরে কলকাতা যাচ্ছি। আমার সঙ্গে আরো যাচ্ছেন বড় ভাই মাহমুদুল আরিফিনসহ পরিবারের অন্য সদস্যরা।’
শুভ বিয়ে করছেন এমন খবরে নারীভক্তরা নিশ্চয় কষ্ট পাচ্ছেন। তাদের উদ্দেশে কিছু বলবেন কি? এমন প্রশ্নের জবাবে শুভ হেসে বললেন, ‘নারী-পুরুষ সবাই তো আমার দর্শক। তবে ভক্তদের উদ্দেশে বলব, আপনারা আমার কাজের জন্য আমাকে ভালোবেসেছেন। আরো বেশি কাজ করতে পারব বলে আমি মনে করি। কাজে যাতে কোনো গাফলতি না করি সে জন্য তো আমার সাথে আপনাদের প্রতিনিধি অর্পিতা আছেই। সেও আমাকে ভালোবেসে বিয়ে করছে। এটা আমার দর্শকদের ভালোবাসা দিবসের আগাম উপহার।’
বিয়ে নিয়ে শুভ আরো জানান, ‘১৬ ফেব্রুয়ারি ঢাকায় পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মা-খালা, ভাইবোন নিয়ে একেবারেই পারিবারিক একটি অনুষ্ঠান করব। কলকাতায় সব অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফিরব ১৫ ফেব্রুয়ারি।’ শুভ আরো জানান, ‘অর্পিতা কলকাতার মেয়ে। তিনি ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আছেন আট বছর। এখানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন।’
গতকাল ২ ফেব্রুয়ারি আরিফিন শুভর জন্মদিন ছিল। সারা দিন বাসাতেই সময় কাটিয়েছেন এই তারকা। এদিন ভক্ত আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই সময় কাটিয়েছেন আরিফিন শুভ। আগে কাউকে কিছু না বললেও হঠাৎ করেই জন্মদিনের দিন ঘোষণা দেন বিয়ে করার কথা। কাজেই বিয়ের কারণে কিছুদিন হয়তো শুটিংয়ের হাত থেকে ছুটি পাবেন চলচ্চিত্রের এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা আরিফিন শুভ।