মেতেছে দর্শক, উড়ছেন পরী
শেষ পর্যন্ত সত্য হলো পরীমনির কথা। তিনি বলেছিলেন, দর্শকদের পাগল করে দেবেন তিনি। দর্শক পাগলের মতোই পছন্দ করতে শুরু করেছে এই প্রজন্মের পরীমনিকে। এ কথা বলার কারণ, ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতেই ভালো ব্যবসা করেছে পরীমনির ছবি। আর এই ছবির মাধ্যমেই পাগল করে দেওয়ার কথা বলেছিলেন পরী।
‘পাগলা দিওয়ানা’ ছবি প্রসঙ্গে রাজধানীর পূর্ণিমা সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ কাঞ্চন বলেন, ‘দেশের অবস্থা এখন কিছুটা ভালো, আগের তুলনায় বেশি দর্শক হলে আসছে। পরীমনির প্রশংসা করছে দর্শক কিন্তু শাহ রিয়াজ তেমন নাম করতে পারছে না। অন্য একজন বেশি পরিচিত নায়ক হলে ছবিটা আরো ভালো চলত। তবে আরেক নায়ক সবুজ খান ও অমৃতা ভালো অভিনয় করেছে।’
ছবির গল্প কেমন এমন প্রশ্নের জবাবে কাঞ্চন বলেন, ‘গল্প তো আমাদের দেশে নেই, সব তামিল ছবির বাংলা নকল। এই ছবিও তামিল একটি ছবির গল্প যা অনেকেই আগে দেখেছে। তবে গল্পটা অনেক ভালো। হলে যারা ছবি দেখতে আসে, তারা বোঝে না কোনটা আমাদের গল্প আর কোনটা তামিল।’
ঢাকার পল্টনে জোনাকী সিনেমা হলেও চলছে ‘পাগলা দিওয়ানা’। হল কর্তৃপক্ষ মোহাম্মদ পনির বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে ছবিটি চালিয়েছিলাম কিন্তু আশা অনুযায়ী সাড়া পাইনি। পরী অভিনয় ভালো করেছে কিন্তু নায়ক ভালো না। দ্বিতীয় নায়ক সবুজ খান ও নায়িকা অমৃতা ভালোই করেছে। গত কয়েক মাসের তুলনায় ব্যবসা ভালো। দেশের অবস্থা ভালো হলে ছবিটি আরো ভালো ব্যবসা করতে পারত।’
গত ৩ এপ্রিল সারা দেশে মুক্তি পায় পরীমনির দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’। এর আগে ২ এপ্রিল সিরাজগঞ্জের চালা সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। দর্শকদের আকৃষ্ট করতে নায়ক শাহ রিয়াজ ও নায়িকা পরীমনি দুজনই ছুটে গেছেন সেখানে। এর পাশাপাশি ঢাকার বিভিন্ন সিনেমা হলেও ঘুরে বেরিয়েছেন এই দুই তারকা।
এক মাসের ব্যবধানে ক্যারিয়ারের দ্বিতীয় ছবি নিয়ে দর্শকদের সামনে এলেন পরীমনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। খুব চমৎকার প্রেমের গল্প এটি। প্রথম ছবির মতো দ্বিতীয় চলচ্চিত্রেও দর্শক আমাকে একইভাবে গ্রহণ করেছে, এ জন্য খুব ভালো লাগছে।’
মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমনির সঙ্গে আরো অভিনয় করেছেন শাহ রিয়াজ, সবুজ, অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ। ছবির গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।