কেমন করল সানির ‘লীলা’
বলিউড বক্স অফিসে এখনো রেশ কাটেনি ‘ফিউরিয়াস ৭’-এর। পল ওয়াকারের শেষ ছবির গতির তোড়ে বলিউডি ছবি ঠিক ধোপে টিকছে না। এর মধ্যেও ১৬ কোটি রুপি আয় করেছে সানি লিওনের ‘এক পেহলি লীলা’। গত শুক্রবার মুক্তি পাওয়া এই ছবি সে হিসেবে তেমন একটা খারাপ করেনি বলা চলে, জানা গেল এনডিটিভির খবরে।
বলিউডপাড়ার কোন ছবি কত কামাই করছে, তা নিয়ে চূড়ান্ত খবর আজকাল ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের টুইট থেকেই ভালো জানা যায়। তরনের টুইট বলছে, শুক্রবার মুক্তির পর থেকে সোমবার পর্যন্ত প্রায় ১৬ কোটি রুপি আয় করেছে সানি লিওন অভিনীত ‘এক পেহলি লীলা’। মুক্তির দিন ছবিটি আয় করেছিল পাঁচ কোটি ৩০ লাখ রুপি।
অন্যদিকে, পরেশ রাওয়াল ও নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘ধরম সংকট মে’ বেশ সংকটেই রয়েছে বলা চলে! সানির ছবির সঙ্গে মুক্তি পেলেও এই তিন দিনে ভারতজুড়ে ছবিটির আয় মোটে পাঁচ কোটি ১৫ লাখ রুপি।
তবে বলিউডি ছবির ব্যবসায় দুর্দশা চললেও মোটামুটি ব্যতিক্রম ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশে ১৫ কোটির পাশাপাশি দেশের বাইরে প্রায় ১০ লাখ মার্কিন ডলার উপার্জন করেছে দিবাকর ব্যানার্জির এই ছবিটি।
কদিন আগে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়ার প্রথম হলিউডি ছবি ‘ব্রোকেন হর্সেস’ চরমভাবে ব্যর্থ হয়েছে বক্স অফিসে। মুক্তির পর এখন পর্যন্ত ছবির মোট আয় মাত্র ৬০ লাখ রুপি।
ববি খানের পরিচালনায় ‘এক পেহলি লীলা’ ছবিতে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারও অভিনয় করেছেন। এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয় ভানুশালী, রাজনিশ দুগাল ও রাহুল দেব। ছবির নির্মাণকাজ অধিকাংশই সম্পন্ন হয়েছে ভারতের যোধপুরে।