বরুণের পরবর্তী ছবি ‘প্রাপ্তবয়স্কদের জন্য’
পরিচালক শ্রীরাম রাঘবনের একই কথা। যাই হোক না কেন, ছবি থেকে কোনো দৃশ্য কাটতে রাজি নন তিনি। শেষমেশবহু টানাহ্যাঁচড়ার পর সেন্সর বোর্ডও ক্ষান্ত দিয়ে ছবিটিকে ধরিয়ে দিয়েছে ‘এ’ মার্কা, তথা অ্যাডাল্ট রেটিং। সুতরাং, বলিউডের উঠতি হার্টথ্রব বরুণ ধাওয়ানের পরবর্তী ছবি ‘বদলাপুর’ বড়পর্দায় গিয়ে দেখবেন কেবল বড়রাই। মুম্বাই মিররের সংবাদে জানা গেল যে এই ছবি ‘কেবল প্রাপ্তবয়স্কদের জন্য’ সীমারেখা পরিচালক স্বেচ্ছায় মেনে নিয়েছেন।
বেশ দেনদরবারের পর সেন্সর বোর্ড ‘বদলাপুর’ ছবিটিকে ‘এ’ রেটিংয়ের বদলে ‘ইউ/এ’ রেটিং দিতে চেয়েছিলেন। ‘ইউ/এ’ রেটিংও মোটামুটি ‘বড়দের ছবি’ই নির্দেশ করে তবে তা পরিস্থিতি সাপেক্ষে ‘এ’ রেটিংয়ের মতো অতটা কড়া নয়! কিন্তু এ জন্য বেশ কিছু দৃশ্য ছেঁটে দেওয়া আর ঘটনায় খানিকটা অদল-বদল আনার শর্ত জুড়ে দেয় সেন্সর বোর্ড। পরিচালক রাঘবন কাটাকাটিতে মোটেও রাজি নন, তাঁর চাই ‘আনকাট’ ভার্সন। সে জন্য তিনি জানিয়েও দিয়েছেন, ছবিকে না কেটে ‘এ’ রেটিং দিলে তাঁর মোটেও আপত্তি নেই, বরং তিনি খুশিই হবেন। পরিচালকের এমন ইচ্ছায় খানিকটা অবাক হলেও ‘এ’ রেটেড সার্টিফিকেট দিতে আর বিশেষ কোনো আপত্তি করেনি বোর্ড।
প্রতিশোধমূলক মারপিটের ‘বদলাপুর’ ছবিতে রগরগে সহিংসতা এবং যৌনতা রয়েছে পুরো কাহিনীতে। ছবিতে ইয়ামি গৌতম এবং হুমা কুরেশির সাথে কিছু ঘনিষ্ঠ দৃশ্য, নওয়াজউদ্দীন সিদ্দীকির সাথে একটি সহিংস দৃশ্য এবং একটি হত্যার দৃশ্যকে ছাঁটতে বা একটু ‘নমনীয়’ করার প্রস্তাব দিয়েছিল সেন্সর বোর্ড। এ ছাড়া ছবির বেশ কিছু অংশ নিয়ে বোর্ডের আপত্তি ছিল শুরু থেকেই। তবে সেন্সর বোর্ডের এই প্রস্তাবনাকে মানেননি পরিচালক।
যাক, শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের সাথে পরিচালকের টানা-হ্যাঁচড়া শেষে এই ‘এ’ রেটেড সার্টিফিকেটের মাধ্যমে এটাই নিশ্চিত হলো যে, ‘আনকাট’ অবস্থাতেই মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের রিভেঞ্জ থ্রিলার ‘বদলাপুর’।
এদিকে, বরুণ ধাওয়ানের জন্য এটি হতে যাচ্ছে প্রথম অ্যাডাল্ট রেটেড ছবি। রোমান্টিক কমেডি হিরো রোল থেকে বেরিয়ে এই ভিন্ন চরিত্রে বরুণের পর্দায় আত্মপ্রকাশ খানিকটা বিস্ময়করও। সে যাই হোক, ‘অ্যাডাল্ট’ বরুণের কার্যকলাপ দেখতে বরুণের ভক্তরা যে বেশ মুখিয়ে আছেন, তা তো বলার অপেক্ষা রাখে না। ‘বদলাপুর’-এর আনকাট প্রদর্শন তাঁদের জন্য খুশির খবর হওয়ার কথা!