‘দুই’ কঙ্গনার সমস্যা!
অভিনয়ে তিনি বলিউডের সেরাদের একজন। একের পর এক ভিন্ন ভিন্ন সব চরিত্রে অভিনয় করেছেন ক্যারিয়ারের শুরু থেকেই। সেই কঙ্গনাও সমস্যায় পড়ে গেছেন চরিত্রের সাথে মানাতে গিয়ে। বুঝতে হবে, সেখানে যে তিনি একজন নন; রীতিমতো দুজন। এনডিটিভির খবরে জানা গেল, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে কঙ্গনা রানাউতের অভিজ্ঞতার কথা।
‘তনু ওয়েডস মনু’ ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করেছিলেন মাধবন। ব্যতিক্রমী এই ছবিটির গল্প আর কঙ্গনার অভিনয়, দুটোই দারুণ মনে ধরেছিল দর্শকের। সে জন্যই আবারও সিক্যুয়েল দিয়ে ফিরে আসা। এ ছবিতে আবার কঙ্গনা অভিনয় করেছেন জোড়া ভূমিকা, অর্থাৎ ডাবল রোলে। সমস্যা সেখানেই, চরিত্র দুটি একটি অন্যটির পুরোই উল্টো। কঙ্গনা জানিয়েছেন, এই দুই চরিত্র একসাথে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাঁকে।
‘দুটো চরিত্র একসাথে সামলাতে ভীষণ ঝামেলায় পড়েছি আমি। কারণ কুসুম খুবই শান্ত আর মিষ্টি একটি মেয়ে। সে একদম প্রকৃতির মতো পবিত্র, সেখানে তনু হলো একদম বুনো স্বভাবের। কাজেই একই সাথে কুসুম আবার তনু হয়ে থাকাটা আমার জন্য ছিল বিরাট চ্যালেঞ্জ’-বলেন কঙ্গনা। এ দুটো চরিত্রের একটির জন্য তাঁর হরিয়ানার ভাষায় কথা বলতে হয়েছে বলেও জানান তিনি।
এরাস ইন্টারন্যাশনাল এবং কালার ইয়েলো প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। প্রথম ছবিটি ছিল দুই ভিন্ন ঘরানার নর-নারীর বিয়ের আগেকার পরিস্থিতি এবং উদ্ভূত সমস্যা নিয়ে। এই সিক্যুয়েলটি হচ্ছে বিয়ের পরে তাদের জীবনে সৃষ্ট সমস্যা আর মজার সব পরিস্থিতি নিয়ে। ‘এই ছবিটা স্বামী আর স্ত্রীর গল্প। মানুষ তো ছবিতে দেখে বিয়ে হয়ে গেল আর শুভ সমাপ্তি। কিন্তু ভালোবাসাটা বিয়ে পর্যন্ত গড়ানোর পর কেমন অবস্থা হয়, তা তো আর মানুষজন ছবিতে দেখে না। এই ছবি জানাবে সেই গল্পই।’ ছবির কাহিনী নিয়ে কঙ্গনার এমনই কথা।
মে মাসের ২২ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।