আসছে কনকচাঁপার প্রথম মিউজিক ভিডিও
সময়ের সঙ্গে সঙ্গে গানের ধরন বদলেছে। এখন গান কেবল শোনার বিষয় নয়, দেখারও বিষয়। মিউজিক ভিডিওর প্রতি এই প্রজন্মের চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে প্রখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপা প্রথমবারের মতো নিজের গাওয়া গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।
গানের কথা ‘রাতের জলসাঘরে’, গানটি লিখেছেন হুমায়ুন কবীর। আর গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন কনকচাঁপার স্বামী মঈনুল ইসলাম খান। মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন মঈনুল ইসলাম খান।
শরৎচন্দ্রের দেবদাসের কাহিনীর ওপর নির্ভর করে নির্মিত মিউজিক ভিডিওটির কাজ এরই মধ্যে শেষ। চলছে সম্পাদনার কাজ। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন বিপ্লব সাহা, অনন্যা বণিক এবং হিমি। তাঁরা তিনজন যথাক্রমে দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন।
গানে কণ্ঠ দেওয়া ছাড়াও মিউজিক ভিডিওটির সেট ডিজাইন ও আর্ট ডিরেকশনের কাজও করেছেন কনকচাঁপা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সবার শ্রম সার্থক হবে যদি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগে। সব মিলিয়ে আমাদের টিমওয়ার্ক চমৎকার ছিল।’
আসছে ঈদে মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক মঈনুল ইসলাম খান।