ঐশ্বরিয়ার বর্ণবাদী বিজ্ঞাপন প্রত্যাহার
ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে করা একটি বর্ণবাদী বিজ্ঞাপন তুমুল সমালোচনার পর প্রত্যাহার করে নিয়েছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান। অবশ্য এ বিষয়ে ঐশ্বরিয়া কিছুই জানতেন না বলে দাবি তাঁর মুখপাত্রের। রেডিফের খবরে জানা গেল, ওই প্রতিষ্ঠানটি এই পুরো ক্যাম্পেইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
অলংকার প্রতিষ্ঠানটির নাম কল্যাণ জুয়েলার্স। ৪১ বছর বয়সী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া এটির জাতীয় পর্যায়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সাম্প্রতিক সময়ে তারা ঐশ্বরিয়াকে ফিচার করে একটি প্রিন্ট বিজ্ঞাপনের ক্যাম্পেইন করেছে।
এই ছাপানো বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, অলংকারে রাজকীয় সাজে ঐশ্বরিয়ার মাথার ওপরে ছাতা ধরে রয়েছে একটি খালি গায়ের কৃষ্ণাঙ্গ শিশু। বিজ্ঞাপনটি ভারতের কিছু শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় ছাপানোর পরপরই তুমুল সমালোচনা করেন বিভিন্ন ঘরানার অ্যাক্টিভিস্ট ও সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমেও ওঠে তীব্র নিন্দার ঝড়। ঐশ্বরিয়াকে উদ্দেশ করে লেখা এক খোলা চিঠিতে শিশুশ্রম এবং বর্ণবাদকে উসকে দেওয়ার মতো বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য তাঁকে তিরস্কার করা হয়। এর প্রত্যুত্তরে ঐশ্বরিয়ার পক্ষ থেকে তাঁর মুখপাত্র জানান, ওই বিজ্ঞাপনটিতে সর্বশেষ সংযুক্তির বিষয়ে ঐশ্বরিয়া জানতেন না। কৃষ্ণাঙ্গ শিশুর সংযুক্তির কাজটি পরে ইমেজ এডিট করে বসানো হয়েছে।
সাধারণ জনগণের রোষের মুখে পড়ে প্রতিষ্ঠানটি অবশ্য তাদের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে তারা এই বিজ্ঞাপনটির সামগ্রিক ক্যাম্পেইন পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার কথাও বলেছে। তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিজ্ঞাপনটি সৌন্দর্য এবং আভিজাত্যকে ফুটিয়ে তুলতেই এভাবে সাজানো হয়েছিল। এতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, সে জন্য কর্তৃপক্ষ লজ্জিত। ক্যাম্পেইনটি উঠিয়ে নেওয়ার জন্যও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।