হ্যাপির নতুন মিউজিক ভিডিও ‘জানি তুমি আসবে ফিরে’
‘নীল আকাশে কালো মেঘ জমেছিল একদিন। কী ভুল আমি করেছিলাম বলোনি কোনোদিন। জানি তুমি আসবে ফিরে, স্বপ্নভরা জীবন নিয়ে...।’ চমৎকার এই গানটির সুর করেছেন জুয়েল মোর্শেদ এবং কণ্ঠ দিয়েছেন কনা ও ফাহিম ইসলাম।
গতকাল বৃহস্পতিবার ইউটিউবে ফাহিম ইসলামের অ্যাকাউন্ট থেকে গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়। আপলোডের পর এখন পর্যন্ত সাত হাজারের বেশিবার অনলাইনে ভিডিওটি দেখা হয়েছে।
রাশেদ মজুমদারের পরিচালনায় মিউজিক ভিডিওতে কাজ করেছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। তবে সংগীতশিল্পী কনা গানে কণ্ঠ দিলেও ভিডিওতে বাদ পড়েছেন তিনি।
নতুন এই মিউজিক ভিডিও নিয়ে এনটিভি অনলাইনকে হ্যাপি বলেন, “মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পাওয়ার পর পরিচালকের ‘জীবনের মায়া’ গানের মিউজিক ভিডিওটা আমি দেখি। ভিডিওটা দেখার পর সেটা অনেক ভালো লাগে। তখন সিদ্ধান্ত নিই কাজটি করার। এর আগে আমি আরেকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। সেটাও জনপ্রিয়তা পেয়েছিল। নতুন এই গানটি ব্যাপক দর্শকনন্দিত হবে বলে আমার বিশ্বাস।”
হ্যাপি আরো বলেন, ‘ভিডিওতে আমাকে লাল, সবুজ ও গোলাপি রঙের গাউন ছাড়াও সাদা শার্ট ও আকাশি রঙের পোশাকে দেখা যাবে। গানের সুর, কথা, কণ্ঠ এবং ভিডিওটির নির্মাণ অসাধারণ হয়েছে। আমাকেও সুন্দর লাগছে দেখতে। তবে আর কোনো মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছা নেই আমার।’
২৩ এপ্রিল বিয়ে করবেন বলে ২১ এপ্রিল ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন হ্যাপি। অবশ্য পরদিন সকালেই পরপর দুটো স্ট্যাটাস দিয়ে হ্যাপি নিশ্চিত করেন, আদৌ বিয়ে করছেন না তিনি। বিয়ে নিয়ে সবার সঙ্গে মজা করার জন্য ‘সরি’ বলেন তিনি।
তবে এনটিভি অনলাইনকে হ্যাপি জানান, বিয়ে না করলেও কিছু একটা চমক রয়েছে তাঁর ভক্তদের জন্য। সেই চমকটা কী? এ বিষয়ে এখনো মুখ খোলেননি ঢালিউডের আলোচিত-সমালোচিত এই নায়িকা।