নিশো ও ঊর্মিলার 'আউট অব দ্য ওয়ার্ল্ড'
টেলিফিল্মের নাম 'আউট অব দ্য ওয়ার্ল্ড'। দুনিয়ার বাইরের এই গল্পে দেখা যাবে রিয়াজ ও সায়েম দুই বন্ধু।সায়েম লাজুক আর রিয়াজ চঞ্চল স্বভাবের। সায়েমের সঙ্গে ফোনে পরিচয় হয় দিহান নামের এক মেয়ের।
সায়েম গুছিয়ে কথা বলতে পারে না বলে রিয়াজ তাকে সাহায্য করে। সায়েমের সঙ্গে দিহান দেখা করতে চাইলে দ্বিধায় পড়ে যায় সায়েম। সে রিয়াজকে বলে সায়েম সেজে দিহানের সঙ্গে দেখা করার জন্য। সায়েম সেজে দিহানের সঙ্গে দেখা করে রিয়াজ। সুন্দরী দিহানকে দেখে রিয়াজ প্রেমে পড়ে যায়।
রোমান্টিক ধাঁচের এই টেলিফিল্মটি রচনা করেছেন শিবলী নোমান এবং পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। অভিনয় করেছেন নিশো, ঊর্মিলা ও সাব্বির।
পরিচালক মিজানুর রহমান লাবু এনটিভিকে বলেন, এটি একটি পরিপূর্ণ টেলিফিল্ম। আমার ভালো কাজগুলোর একটি।
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে 'আউট অব দ্য ওয়ার্ল্ড' টেলিফিল্মটি প্রচারিত হবে।