আবেদনের আগে অভিনয় : জ্যাকলিন
গ্ল্যামার আর অ্যাকশনের আরেক নাম বলিউড। আবেদন আর সৌন্দর্য বলিউডের পর্দাতে নিয়মিত ও কার্যকরী উপকরণও বটে। আর বি টাউনে বড় অভিনেত্রী হতে হলে আবেদনময়ীর তকমা তো লাগাতে হবেই! এমনটা অনেকে মনে করলেও সেভাবে নাকি ভাবেন না হালের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।
সিংহল দ্বীপ থেকে বলিউডে পাড়ি জমানো এই নায়িকা সবার আগে গুরুত্ব দেন অভিনয়কে। এ সময়কার অন্য প্রতিষ্ঠিত নায়িকাদের মনোভাবও অনুরূপ মনে করেন তিনি, জানা গেল এনডিটিভির খবরে।
জ্যাকলিন বলেন, “আমার ভাবতে ভালো লাগে যে বলিউডে আমার সমসাময়িকরা অভিনয়ের প্রতিই মূল মনোযোগ দেন। আশপাশে তাকালে আমি কিন্তু এমনটাই দেখি। তাঁরা চরিত্রের জন্যই মূলত ভাবেন, আর আমার মনে হয় ব্যাপারটা দারুণ”-বার্তা সংস্থা আইএএনএসকে এ কথা জানান তিনি।
বলিউডের অভিনেত্রীদের কি তবে গ্ল্যামারের জন্য বিলকুল পরোয়া নেই? তা নয়! তবে আবেদনময়ী হয়ে ওঠার জন্য তাদের একক প্রচেষ্টা থাকে অন্য কোথাও। ‘আবেদনময়ী তাঁরা হয়ে উঠতে চান অবশ্যই, কিন্তু সেটা রেড কার্পেট অনুষ্ঠান কিংবা ফোটোশুটের ক্ষেত্রে’ যোগ করেন জ্যাকলিন।
বলিউডের কোনো তারকা পরিবার থেকে উঠে আসেননি জ্যাকলিন। নিজ প্রচেষ্টায় এসেছেন এই প্রতিযোগিতায় ভরা বলিউড দুনিয়ায়। তবে ‘তারকা পরিবারের সন্তান’ না হওয়াকে খুব বড় কোনো বাধা হিসেবে মানেন না তিনি।এমনকি, তারকা পরিবারের সন্তান হওয়াকে সুবিধাজনক হিসেবে দেখলেও ‘সবকিছু’ বলে মানেন না এই লঙ্কান সুন্দরী। তাঁর মতে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সবারই নিজের যোগ্যতা প্রমাণ করা জরুরি হয়ে ওঠে। তারকা পরিবার থেকে এলে প্রথমে কিছুটা সুবিধা হয় তো পাওয়া যায়, সেটা অন্যরা পান না। তবে সবশেষে যোগ্যতাটা জরুরি, আরো জরুরি সেটাকে ঠিকঠাক প্রমাণ করা।
সালমান খানের বিপরীতে অভিনীত জ্যাকলিনের ‘কিক’ ছবিটি বলিউডের সর্বকালের ব্যবসাসফল ছবিগুলোর একটি। এ মূহূর্তে তিনি অপেক্ষা করছেন তাঁর পরবর্তী ছবি ‘রয়’-এর মুক্তির জন্য। এ ছবিতে জ্যাকিলনের বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর ও অর্জুন রামপাল।