ঘরের মাঠে জ্যাকলিন
বলিউডে দারুণ অভিষেক, এখন ক্যারিয়ারও বেশ পাকাপোক্ত। অথচ নিজ দেশে এখনো কাজই করা হলো না লঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের! এই আফসোস ভক্তদের মতো জ্যাকলিনকেও ছুঁয়েছে হয়তো। বি টাউন ছাড়িয়ে এবার নিজের ময়দানে খেলতে যাচ্ছেন জ্যাকলিন, জানা গেল সান্তাবান্তার খবরে।
শ্রীলঙ্কায় নিজের প্রথম ছবিতে জ্যাকলিনের চরিত্র বেশ ভিন্ন ধাঁচের। এক খুনে স্বভাবের পাদ্রীর প্রণয়িনীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটির নাম ‘অ্যাকর্ডিং টু ম্যাথিউ’। থ্রিলার ঘরানার এই ছবিটির কাহিনী সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে। কলম্বোর এক আলোচিত রেভারেন্ড ম্যাথিউ পেরিসের জীবনের বিভিন্ন ঘটনা দেখা যাবে এই ছবিতে, যিনি নিজের স্ত্রী এবং নিজের প্রেমিকার স্বামীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। এই ছবিতে জ্যাকলিনের বিপরীতে রোমান্টিক ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ান গীতিকার ও গায়ক অ্যালস্টন কোচকে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রন রুত্নাম।
ছবির নির্মাতারা জ্যাকলিনের পারফরম্যান্সে বেশ খুশি। নিজেদের পরবর্তী প্রজেক্টে কাজের জন্যও জ্যাকলিনকে এরই মধ্যে বেঁধে ফেলেছেন তাঁরা। পরিচালক চন্দ্রন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘ওর (জ্যাকলিন ফার্নান্দেজ) শুরুটা হয়ে গেছে। আমি এরই মধ্যে আরেকটা স্ক্রিপ্ট লিখে ফেলেছি। সেখানে জ্যাকলিনই আমার নায়িকা।’
পরিচালক আরো বলেন, ‘প্রথমে মনে করেছিলাম যে জ্যাকলিন এই রোলটা ঠিকমতো করতে পারবে না। কিন্তু আমরা শুটিং চালিয়ে যেতে যেতেই দেখলাম যে সে এটার জন্য কতটা উপযোগী, কারণ তাঁর মধ্যে বিন্দুমাত্র জড়তাও নেই। আমরা গল্পের গতিতে চলে আসার পর থেকে জ্যাকলিন নিজেই বুঝত তার কী করার দরকার!’
জ্যাকলিন ফার্নান্দেজ এরই মধ্যে তাঁর প্রথম হলিউড ছবি ‘ডেফিনিশন অব ফিয়ার’-এর কাজ শেষ করে ফেলেছেন। জুলাই মাসে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।