আমি আপনাদেরই লোক : মোস্তফা সরয়ার ফারুকী
এ সময়ের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর আজ ৪২তম জন্মদিন। ১৯৭৩ সালে ২ মে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন-
“এক জীবনে আমি আসলে আর কি চাইতে পারতাম?
আগেও বলেছি, চাওয়া পাওয়া বা স্বপ্ন পূরণ করাটা অনেকটা রূপকথার দেয়ালের মতো। একটা দেয়াল বাইতে না বাইতে চোখের সামনে আরেক স্বপ্ন, আরেক দেয়াল খাড়া। এইবার আবার লাফানো শুরু, আবার চেষ্টা এই নতুন দেয়াল বাওয়ার । ফলে তৃপ্তি আর ক্ষুধা হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু সত্যিই প্রতি জন্মদিনে আমি ভাবি-এই এক জীবনে আমি আর কি চাইতে পারতাম!
জানি সব ক্ষেত্রেই আমি সেরাটা দিতে পেরেছি তা না! কখনো আপনাদের আনন্দ দিয়েছি, কখনো দিতে পারি নাই। কখনো আমরা একমত হয়েছি, কখনো হতে পারি নাই।
কিন্তু সব সময়ই মনে হয়েছে আমি আপনাদেরই লোক। এই জীবনে এই পর্যন্ত বহু মানুষের প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, দোয়া পেয়েছি । বিনয় করছি না। আপনাদের এসব দোয়া, ভালোবাসা, সাহায্যের যোগফল আমি।
আমার কৃতজ্ঞতা নিবেন সবাই । কারণ ভালোবাসা আমার পাওনা না, সেটা আপনাদের দান।
আপনারা যারা আমাকে ট্যাগ করে উইশ করছেন, চিঠি পাঠাচ্ছেন তাঁরা জানবেন আজকে বহু বার আমার চোখ ভিজেছে। আমি ছিঁচকাঁদুনে। কিন্তু এই কান্দনে অনেক সুখ।
Love you all. I wish I could reply all the birthday wishes individually. Thank you!”