বিয়ে করলেন শ্রেয়া ঘোষাল
বিয়ে করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গতকাল বৃহস্পতিবার রাতে পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন ৩০ বছর বয়সী এই শিল্পী।
বিয়ের পর স্বামী শিলাদিত্যর সঙ্গে তোলা একটি সেলফি আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন শ্রেয়া। ছবিতে দেখা যায়, কপালে তিলক-চন্দনের ফোঁটা, সিঁথিভর্তি সিঁদুর আর লাল শাড়িতে সেজেছেন শ্রেয়া। তাঁর স্বামী শিলাদিত্য পরেছেন সাদা উত্তরীয়। ছবির সঙ্গে শ্রেয়া লিখেছেন, ‘পরিবার ও খুব কাছের কিছু বন্ধুর উপস্থিতিতে বাঙালি রীতিতে গত রাতে বিয়ে করেছি আমার জীবনের ভালোবাসাকে। জীবনের এই নতুন সূচনায় শিলাদিত্য ও আমি আপনাদের সবার শুভকামনা চাই।’
বিয়ের পাঁচ দিন আগে এক টুইটারবার্তায় শ্রেয়া জানিয়েছিলেন, তিনি ভীষণ উত্তেজিত এবং একই সঙ্গে উৎকণ্ঠার মধ্যে আছেন। তবে ঠিক কী কারণে তাঁর এই উদ্বেগ বা উৎকণ্ঠা, তা তিনি জানাননি। দ্রুতই সব জানাবেন উল্লেখ করে শ্রেয়া লিখেছিলেন, সবার শুভকামনা প্রয়োজন তাঁর। শ্রেয়ার ওই টুইটারবার্তা থেকে অনেকে বুঝতে পেরেছিলেন, কী বোঝাতে চাইছেন শ্রেয়া। জনপ্রিয় এই সংগীতশিল্পী তাঁর ছেলেবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করছেন—এমন গুঞ্জনও উঠেছিল।
২০০০ সালে ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতায় জয়ী হয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল। এর পর ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তাঁর। এই চলচ্চিত্রে প্লেব্যাকের কারণে সেরা নারী সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পান। এর পর থেকে তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল। গান গেয়েছেন বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালম, ওড়িয়া ও অসমিয়া ভাষায়। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।
১৯৮৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জন্ম নেওয়া শ্রেয়া ঘোষালের পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশের ঢাকার অধিবাসী। ‘বৈরী পিয়া বাড়া বেদারদি’, ‘পিয়ু বোলে হলে হলে’, ‘জাদু হ্যায় নাশা হ্যায়’, ‘তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হ্যায় মুশকিল’, ‘তুম হি হো মেরি আশিকি’, ‘মানওয়া লাগে’সহ প্রচুর জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।