ডিপজল শুটিং করছেন
প্রায় এক বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেতা ডিপজল।২০১৩ সালের জুন মাসের ২২ তারিখ থেকে শুরু হয়েছে ‘অনেক দামে কেনা’ শিরোনামে নতুন ছবির শুটিং। আজ ৪ মে সোমবার সাভারের গল্ফ ক্লাবে ডিপজল ও তানহা মৌমাছির একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এই ছবির কাজ। ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ছবিতে ডিপজল অভিনয় করছেন বাপ্পীর পাতানো বড় ভাইয়ের চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করছেন তানহা মৌমাছি। আব্দুল্লাহ জহির বাবু এবং জোসেফ শতাব্দীর চিত্রনাট্যের এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী ও মাহি। এই ছবির একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন বিপাশা।
শুটিং প্রসঙ্গে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘দুই দিন ধরে সাভার গল্ফ ক্লাবে গানের শুটিং করছি। প্রচণ্ড গরমে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। গতকাল মনে হয়েছিল, আজ শুটিং করতে পারব না। কিন্তু কিছু করার নেই কারণ আজ শুটিং করলেই এই ছবির শুটিংয়ের কাজ শেষ হবে। তাই অসুস্থ শরীর নিয়েই শুটিং করছি। অনেক দিন পর ভালো একটা গল্প পেয়ে অভিনয় করছি। জাকির হোসেন রাজু অনেক ভালো পরিচালক। এ ধরনের গল্প পেলে অভিনয় করব।’
নিজের প্রোডাকশনের কোনো নতুন ছবি শুরু করবেন কি না- এমন প্রশ্নে জবাবে ডিপজল বলেন ‘চারটি ছবির গল্প গুছানোর কাজ চলছে। আমার ইচ্ছা আছে চারটি ছবির কাজই এক সঙ্গে শুরু করব। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ছবির কাজ শুরো করতে পারব বলে আশা করছি।
ছবিটি চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ডিপজল।
ছবির গল্পে দেখা যাবে ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে উঠে আসে মাহীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা।
পরিচালক জাকির হোসেন রাজু বলেন, “‘অনেক দামে কেনা’ ছবির শুটিং আজ শেষ হচ্ছে। অনেক আগেই এই ছবির অন্য শুটিং শেষ করেছি। শুধু অভিনেতা ডিপজলের অংশ বাকি ছিল যা আজ আমরা শেষ করলাম। এই ছবির ডাবিং, এডিটিংও শেষ। শুধু ডিপজলের ডাবিং বাকি আছে। আশা করছি চলতি মাসেই ছবির সব কাজ শেষ করতে পারবো।”