‘জিরো ডিগ্রী’ নিয়ে জয়ার কথা
বাংলাদেশ ও ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গতকাল শুক্রবার ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জিরো ডিগ্রী’ ছবিটি। অনেক ব্যস্ততার মাঝেও এ ছবি প্রসঙ্গে জয়া কথা বলেছেন এনটিভির সঙ্গে।
প্রশ্ন: ‘জিরো ডিগ্রী’ ছবিটি কাল মুক্তি পেয়েছে। আপনার কেমন লাগছে?
উত্তর : খুব ভালো লাগছে। আবার একটু চিন্তা হচ্ছে।
প্রশ্ন : চিন্তা হচ্ছে কেন?
উত্তর : দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য। এভাবে চলতে থাকলে দর্শক হলে কীভাবে আসবে?
প্রশ্ন : ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ কিন্তু অনেক...
উত্তর : আসলেই ছবিটি ভালো হয়েছে। তাই হয়তো দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। আমার বিশ্বাস ছবিটি দর্শক অনেক উপভোগ করবে।
প্রশ্ন : ছবিটিতে আপনার চরিত্র কী রকম?
উত্তর : আমি আসলে এখানে নায়িকা চরিত্রে অভিনয় করিনি। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এটি আমার অনেক ভালোলাগার একটি চরিত্র। ছবিটিতে প্রেমও আছে আবার ঘৃণাও আছে।
প্রশ্ন : ছবির গল্পে আপনি প্রেমিকা আবার একই সঙ্গে সংগ্রামী। একই চরিত্রে দুই রকম দিক সামলেছেন কীভাবে?
উত্তর : ছবির চিত্রনাট্য অসাধারণ ছিল। মূলত চিত্রনাট্যই আমাকে সাহায্য করেছে অভিনয় যথাযথভাবে ফুটিয়ে তুলতে।
প্রশ্ন : পরিচালক অনিমেষ আইচের সঙ্গে অনেক নাটকে কাজ করে সফল হয়েছেন, ছবিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা কী রকম ছিল?
উত্তর : অনিমেষ অনেক মেধাবী পরিচালক। ওনার নাটক যেমন সফল ছিল, আমি মনে করি ছবিটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে। ছবিটির গল্পই অসাধারণ। প্রতি মুহূর্তেই দর্শক চমকে উঠবে।
প্রশ্ন : ‘কিছু কথা চেনা চেনা, কিছু গান শোনা শোনা’ এই গানটিতে আপনার ডাবিং কণ্ঠ অসাধারণ হয়েছে। গানে ডাবিং দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : (মৃদ হাসি) এই ধরনের প্রশ্ন সাধারণত কেউ করে না। আসলে এত কিছু কেউ খেয়াল করে না। এই গানে আমার কণ্ঠটি ব্যবহার করেছেন শব্দ নির্দেশক রতন পাল। ছবির প্রতিটি শব্দের ব্যবহার তিনি অনেক যত্ন নিয়ে করেছেন। কোথাও সিংহের গর্জনের শব্দ ব্যবহার করেছেন আবার কোথাও হাসির।
ছবির গল্পের প্রয়োজনে গানটিতে আমার কণ্ঠ ব্যবহার করা হয়েছে। কখনো আমার হাসি আবার কখনো অভিব্যক্তি ফুটে উঠেছে। গানে এই ধরনের ডাবিং থাকলে গল্পের ক্ষতি হয় না, বরং শুনতে ভালো লাগে। এটা ছিল আমার নতুন অভিজ্ঞতা।
প্রশ্ন : ছবির প্রচারণা কেমন লাগছে?
উত্তর : আমার অন্য ছবির শুটিং চলছে। শুটিং বন্ধ রেখে আমি নতুন ছবির প্রচারণা করছি। যদিও এটা করা অনেক কঠিন। তবে আমি মনে করি প্রচারণাও আমার কাজেরই একটি অংশ। আমার ভালো লাগছে।