‘রাগী’তে দুষ্ট মন্ত্রী মুনমুন!
মিজানুর রহমান মিজানের পরিচালনায় ‘রাগী’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। ২৭ অক্টোবর শুভ মহরতের মধ্য দিয়ে ঢাকায় শুরু হবে এই ছবির শুটিং। মুনমুনকে দেখা যাবে এক প্রতাপশালী মন্ত্রীর ভূমিকায়। ছবিতে মুনমুনের বোনের চরিত্রে অভিনয় করবেন নতুন নায়িকা অধরা খান।
মুনমুন এনটিভি অনলাইনকে বলেন, “আগামী ২৭ তারিখ মহরতের মধ্য দিয়ে ‘রাগী’ ছবির শুটিং শুরু হচ্ছে। সেখানে ফাইটের শুটিং হবে। গল্পে আমি কয়েকজন ভিলেন পাঠাই। সেই ভিলেনদের সঙ্গে হিরোর একটা ফাইট দিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে।”
নিজের চরিত্র নিয়ে মুনমুন বলেন, ‘আমি এই ছবিতে একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করছি। সমাজের মানুষের জন্য আমি কাজ করি। এলাকার সব এতিমখানা আমি নিজেই দেখভাল করি। মাদকসহ সব ধরনের সমাজবিরোধী কাজের বিরুদ্ধে আমি সব সময়ই কাজ করি। এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে।’
চরিত্র যদি এমনই হয়, তাহলে গুণ্ডা পাঠিয়ে নায়ককে মারার বিষয় আসছে কীভাবে? এই জিজ্ঞাসায় মুনমুন হেসে বললেন, ‘ছবিতে এই ভালোমানুষের মুখোশ লাগিয়ে আমি আবার সব ধরনের খারাপ কাজের সঙ্গেও যুক্ত!’
খলচরিত্রে নিজের আগের কাজ নিয়ে মুনমুন বললেন, “আমি প্রথম খলচরিত্রে কাজ করি ডিপজল ভাইয়ের একটি ছবিতে, নামটা মনে করতে পারছি না। এর পর মান্না ভাইয়ের ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ছবিতে খলচরিত্রে কাজ করেছি। এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো নেগেটিভ চরিত্রে কাজ করতে যাচ্ছি।”