কানে ঐশ্বরিয়ার ‘জ্যযবা’
ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য কান চলচ্চিত্র উৎসব তো নিয়মিত ব্যাপার। এ নিয়ে তার কানে অংশ নেয়া হচ্ছে ১৪ তম বারের মত। কামব্যাক মুভি ‘জ্যযবা’র প্রথম ঝলক দেখানোর জন্য এর থেকে এর বড় প্ল্যাটফর্ম কি বা হতে পারে? ইন্ডিয়াটিভির খবরে জানা গেল, কানেই প্রদর্শিত হবে ‘জ্যযবা’র ফার্স্ট লুক।
ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এক দশকেরও বেশি। একই সাথে সু-অভিনেত্রী এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি পাওয়া তারকা তিনি। কানে সবসময়ই এজন্য কদর পেয়েছেন ঐশ্বরিয়া। সে সুযোগটা কাজে তো লাগাতেই হয়!
ইউনাইটেড নেশনস প্যানেলের এক ক্লোজড ডোর ডিসকাশনে পরশুদিন, অর্থাৎ ১৬মে ‘জ্যযবা’র প্রথম ঝলক দেখাবেন সাবেক এই বিশ্বসুন্দরী।
এই প্যানেলে থাকবেন সালমা হায়েক, অ্যাডেল এক্সারকোপুলোস সহ বিখ্যাত তারকারা। জেন্ডার ইকুয়ালিটি গণমাধ্যমে নারীর ভূমিকা নিয়ে এ প্যানেলে বক্তব্য দেবেন এলিজাবেথ কুশেল এবং ক্রিস্টিন ভেকন।
‘জ্যযবা’র ট্রেইলার প্রদর্শনের সময়ে প্রযোজক সংস্থা এসেল ভিশনের প্রধান আকাশ চাওলা এবং ছবির চিত্রনাট্যকার, সহ-প্রযোজক এবং পরিচালক সঞ্জয় গুপ্ত উপস্থিত থাকবেন।
আকাশ চাওলা ‘জ্যযবা’ নিয়ে বলেন, “অধিকাংশ ছবিতেই দেখা যায় যে পুরুষই হল একমাত্র হিরো, আর কোন চরিত্রের গুরুত্ব নেই। কিন্তু এই ছবিতে শিল্পী তিনজন- ঐশ্বরিয়া, শাবানা আজমি এবং ইরফান খান; এবং তাদের তিনজনেরই গল্পের মধ্যে সমান রকম গুরুত্ব রয়েছে”।
তিনি আরও যোগ করেন, “এই তিনজন যেহেতু আন্তর্জাতিক মিডিয়ায় সুপরিচিত, সুতরাং কানের মত একটি মর্যাদাপূর্ণ উৎসবে এ ছবি ভাল প্রচারণা পাবে”।
‘জ্যযবা’ ছবিটি নির্মাণে সামগ্রিকভাবে কাজ করেছে এসেল ভিশন, হোয়াইট ফেদার এবং ভাইকিং এন্টারটেইনমেন্ট। বিশ্বব্যাপী এই ছবিটি এ বছরের ৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।