অশ্লীল ছবি-ভিডিও, জেল হতে পারে সানি লিওনের
ভারতীয় অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে মুম্বাইয়ের এক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, সানি লিওন তাঁর নিজস্ব ওয়েবসাইটে আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পোস্ট করছেন। যার খারাপ প্রভাব পড়ছে ভারতের সংস্কৃতি এবং সমাজের ওপর। সানি সামাজিক মাধ্যমে ভারতের সংস্কৃতিকে ধ্বংস করছেন। এমনটাই দাবি করা হয় অভিযোগে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সানির বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করেছেন মুম্বাইয়ের হিন্দু জনজাগ্রতি সমিতির সঙ্গে জড়িত অঞ্জলি পালান।
অঞ্জলি পুলিশকে জানিয়েছেন, ইন্টারনেটে সানির একাধিক কুরুচিকর পোস্ট, ভিডিও ও ছবি দেওয়া রয়েছে। আর সেটা সানির নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে।
অভিযোগকারী অঞ্জলি পালান শুধু সানির বিরুদ্ধেই নয়, এই ওয়েবসাইটে যারা অশ্লীল ভিডিও আপলোড করেন তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা চেয়েছেন। আর এ কারণেই মুম্বাইয়ের ঐ থানায় সানিসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি।
ডম্বিভ্যালি থানার পুলিশ কর্মকর্তা সুনীল শিবাকর এ বিষয়ে বলেন, ‘আভিযোগ অনুযায়ী এফআইআরটি নিবন্ধন করা হয়েছে এবং আমরা ওয়েবসাইটটিতে গিয়ে আপত্তিকর কিছু বিষয় পেয়েছি।’
পুলিশ জানিয়েছে, ‘ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট বিভিন্ন ধারা ২৯২, ২৯২এ, ২৯৪, ৬৭ অনুযায়ী সানিকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া নারীদের প্রতিনিধিত্ব আইনের ৩, ৪ অনুচ্ছেদেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে সানির পাঁচ বছরের জেল হতে পারে অথবা জরিমানা দিতে হবে ১০ লাখ টাকা অথবা দুটোই হতে পারে।’
তবে এখনই সানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। অভিযোগটি পরবর্তী তদন্তের জন্য ডম্বিভ্যালি পুলিশের সাইবার সেলের কাছে পাঠিয়ে দিয়েছে।
সাইবার সেলের সিনিয়র ইনেসপেক্টর জেকে সাওয়ান্ত বলেন, ‘প্রাসঙ্গিক বিবরণের জন্য আমরা এই ওয়েবসাইটের অপারেটরকে খুঁজে বের করার চেষ্টা করছি। এই ওয়েবসাইটিকে আমরা ব্লক করতে পারব না। তবে এতে আপলোড করা আপত্তিকর বিষয়গুলো মুছে ফেলার জন্য অপারেটরকে নির্দেশ দেওয়া হবে।’
এদিকে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার জানান, মামলার খবরটি তিনি অনলাইনে শুনেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মানুষ তাদের ইচ্ছানুযায়ী যেকোনো অভিযোগ দায়ের করতে পারে। তবে বিষয়টি আমাদের আইনজীবী দেখবেন।’