এনটিভি অনলাইনকে শুভেচ্ছা জানালেন সজল ও মম
এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। এরই মধ্যে বিনোদন ভক্তরা প্রিয় তারকাদের খবর পড়ে বেশ উচ্ছসিত। তাঁরা প্রিয় তারকার ফটো গ্যালারিতে আরো ছবি দেখতে চান বলে কমেন্টও করছেন। জানতে চাচ্ছেন বিনোদনসহ দেশবিদেশের নানা খবর। তারকারাও জানাচ্ছেন তাঁদের শুভেচ্ছা বার্তা। আজ শুভেচ্ছাবাণী জানিয়েছেন জনপ্রিয় দুই তারকা সজল এবং মম।
সজল
অভিনেতা ও মডেল
এনটিভি ন্যাশনাল চ্যানেল হিসেবে আমাদের অনেক মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়েছে। চ্যানেলটির খবর এবং অনুষ্ঠান প্রচারের আলাদা একটা বিশেষত্ব রয়েছে। যেমনভাবে চ্যানেলটি এগিয়ে গেছে আমার বিশ্বাস এনটিভিবিডিডটকমও এগিয়ে যাবে এবং আলাদা একটি স্বাক্ষর রাখবে। আমাদের সবার প্রত্যাশা অনেক বেশি। আমি আশা করছি এনটিভিবিডিডটকম আমাদের সব প্রত্যাশা পূরণ করবে এবং এটা তারা পারবেই।
মম
অভিনেত্রী
প্রযুক্তি এখন অনেক এগিয়ে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এনটিভিবিডিডটকম এসেছে এটা আমাদের জন্য সুখবর। আশা করছি একটি ভালো চ্যানেলের পাশাপাশি এই অনলাইনও অনেক ভালো কিছু করবে। এনটিভিবিডিডটকমের জন্য অনেক শুভেচ্ছা।