শাকিব খানের শপথ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন চিত্রনায়ক শাকিব খান। আজ শনিবার বিকেল ৪টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নব-নির্বাচিত শিল্পীরাও শপথ গ্রহণ করেন।
শাকিব খানকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মিজু আহম্মেদ। পরে অন্য সদস্যদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। এনটিভি অনলাইনকে শাকিব খান বলেন, ‘বিগত দিনে যে কাজ করেছি তাতে সন্তুষ্ট হয়ে আমাকে সবাই ভোট দিয়েছেন। আমি আমার বিগত দিনের কাজগুলোকে আরো বেগবান করব।’
শাকিব আরো বলেন, ‘আমি ব্যাস্ত নায়ক কিন্তু ব্যস্ত চলচ্চিত্র নিয়েই। বরং এই ব্যস্ততার কারণে সবার সাথে আরো বেশি যোগাযোগ হয়। সবার সমস্যা ও সুবিধা সহজেই জানতে পারি। সবার সঙ্গে সমস্যাটা ভাগাভাগিও করতে পারি।’
নব নির্বাচিত সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে শিল্পীদের ভূমিকা সব সময়ই ছিল। ’৫২ বলেন আর ’৭১ বলেন, সব সময় শিল্পীরা নিজেদের জায়গায় ভূমিকা রেখেছেন। এমন একটা জায়গাতে প্রিতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। চলচ্চিত্রকে এগিয়ে নিতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব।’
অমিত হাসান আরো যোগ করেন, ‘মিশা আমার বন্ধু মানুষ। সে অনেক কাজ এগিয়ে নিয়েছিল, আমিও তার কাজগুলোকে সম্মান জানিয়ে আরো বেগবান করার প্রত্যাশা রাখি।’
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আজকের অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক আরমান , সহসভাপতি ওমর সানি ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অভিনেতা ডন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সানু শিবা, কোষাধ্যক্ষ কমল প্রমুখ।
গত ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আহমেদ শরীফকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন শাকিব খান। তবে সাধারণ সম্পাদক পদে শাকিব-মিশা প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিশা সওদাগর হেরে যান স্বতন্ত্র অমিত হাসানের কাছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সব পদেই জয় পেয়েছেন শাকিব-মিশা প্যানেলের সদস্যরা।