‘কেউ না জানুক’ গল্পটি ফিরে আসার
গান গুনে অনুধাবন করার বিষয়টি এখন বেশ পুরোনো। তাই গানে নতুনত্ব আনার জন্য গানের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওর মাধ্যমে নির্মাতারা গানের একটি বাস্তব চিত্র দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেন। এতে স্থান পায় আবেগ, ভালোবাসা, পাওয়া-না পাওয়া ইত্যাদি বিষয়। সম্প্রতি তারই ধারাবাহিকতায় ইউটিউবে মুক্তি পেল ইমরানের সংগীতায়োজনে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
মিউজিক ভিডিওর গল্প গড়ে উঠেছে ডিভোর্স লেটারকে কেন্দ্র করে। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এ বি এম সুমন বাসায় ফিরতে দেরি করায় স্ত্রী সুজানা অভিমান করে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। এ বি এম সুমন ঘরে ফিরে স্ত্রীর অভিমান ভাঙাতে গেলে দুজনের ভেতর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। একসময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী সুজানাকে চড় মেরে বসে সুমন। তারপর সুজানা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। কিন্তু অতীতের ভালোবাসার কিছু স্মৃতি তার মনকে আবেগময় করে তোলে। যে কারণে একটা সময় ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসে।
ফিরে আসার এমন গল্প নিয়ে নির্মিত মিউজিক ভিডিও সম্পর্কে নির্মাতা মিজানুর রহমার আরিয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার একটি যত্নের কাজ বলতে পারেন। খুব যত্ন করে বানিয়েছি। শুধু তাই নয়, এই মিউজিক ভিডিওটি সিডি চয়েসের কর্ণধার সোহেল ভাইয়ের স্বপ্নের কাজ। স্বপ্নের কাজ একটু বাড়তি যত্ন নিয়ে করতে হয়। আমিও তাই করেছি। এখন দর্শকের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি। কারণ, দিনশেষে আমরা দর্শকদের জন্য নির্মাণ করি।’
এ বি এম সুমন ও সুজানার পাশাপাশি কণ্ঠশিল্পী তাহসান ও ইমরানকে দেখা গেছে মিউজিক ভিডিওটিতে। এবারই প্রথম তাঁরা একসঙ্গে পর্দায় উপস্থিত হলেন। পর্দায় তাহসান ও ইমরানের উপস্থিতি সম্পর্কে নির্মাতা বলেন, ‘গানটি ইমরানের সংগীতায়োজনে তাহসান গেয়েছেন। তাই ভিডিওটিতে নতুনত্ব আনার জন্য তাঁদের দুজনকে পর্দায় একসঙ্গে হাজির করেছি। এটাকে চমক বলতে পারেন।’
সিডি চয়েসের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি মুক্তির দেড় দিনে তিন লাখের বেশী দর্শক দেখেছে। ডিসেম্বরের শীতে যে দর্শক মান-অভিমান আর ভালোবাসার গল্পে মজে থাকবেন, এটা আপাতত সহজে বলে দেওয়া যায়।